আসসালামু আলাইকুম হুজুর,, আমি মনে মনে আল্লাহ তায়ালাকে অনেক ভয় পাই,এবং আমার অনেক ইচ্ছে হয় তার সমস্ত কথা মেনে চলার,এবং বেশি বেশি ইবাদত করার,,কিন্তু হুজুর কয়েকমাস যাবৎ আমি অত্যন্ত অলসতায় ভুগছি,,সারাদিন ঘুম ধরে,,ইবাদতে শান্তি পাইনা,,ইবাদতেও জোর করে শুধু সালাত টা আদায় করি,,নফল আদায় করিনা,,কোনো কাজে মন বসেনা,,কিছু করতে ইচ্ছে করেনা,ঘুমানো ছাড়া,,,হুজুর পরিবারও আমার উপর খুবই ক্ষিপ্ত,,বসে বসে শুধু খাই বলে,,হুজুর আমি সবই বুঝি যে আমার হাতে বেশি সময় নেই,আমার গন্তব্য কবর,,কিন্তু হুজুর আমি তো কোনো কিছুতেই আগ্রহ পাইনা,,আমি একজন মেয়ে,, আগে আমি অত্যন্ত পরিশ্রমী এবং আল্লাহ ভীরু ছিলাম,,আল্লাহর রহমতে তাহাজ্জুদও পরতাম,,কিন্তু এখন খুবই দুর্বলতা অনুভব হয়,,শুয়ে থাকা ছাড়া কিছু করতে ইচ্ছে করেনা,,আমার বয়স ২০,আমি একজন মেয়ে,, আমি খুবই পরিশ্রম করে রাত দিন কষ্ট করে ভালোভাবে পড়াশোনা করে, অনেক চেস্টার পর একটা রিমোট জব পাই,ওয়েব ডেভেলপমেন্টের,,কিন্তু এখন জব পাবার পরে কোনো কাজই করতে ইচ্ছে করেনা,,,এভাবে চললে,,আমার জবটাও হারাবো,,হুজুর কোনোভাবেই এই অলসতার জাল থেকে বের হতে পারছিনা,,সালাত কাজা করার শাস্তি সম্পর্কে জেনেও,,অলসতার কারনে কাজা হয়ে যাচ্ছে,, এমনকি অনুতপ্ত বোধটাও হারিয়ে ফেলছি,, আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি হুজুর,, আমাকে এই অস্বাভাবিক জীবন থেকে বের হতে সাহায্য করুন,, প্লিজ বিস্তারিত ভাবে আমি আবার আগেরমতো এক্টিভ, পরিশ্রমী,,আল্লাহর ইবাদতে নিরলস কিভাবে হতে পারবো তা জানাবেন হুজুর!
হুজুর এটাকি জ্বীনের আসর!?
অথবা আমার সাফল্যে কারো নজর লেগেছে বলে আমি এভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি?
অথবা আমার ধ্বংসের জন্য কোন জাদু টোনা করা হয়েছে কি!??
হুজুর আমি এমন অলসতা এমন জীবন ঘৃণা করি,, আমি আবারও আগের মতো পরিশ্রমী মুত্তাকী তাকওয়াবান হতে চাই!
হুজুর প্লিজ এটা বলবেন না যে দ্বীনি সহবত গ্রহণ করতে অথবা তালিমে যেতে,,কেনোনা এটার কোনো উপায় নেই,,ঘর থেকে বের হবার কোনো উপায় নেই,,অচেনা শহরে পরিচিত কেও নেই,আর সোস্যাল মিডিয়া থেকে বের হতে চাই।