আসসালামু আলাইকুম
আমি আগে গেম আইটেম বিক্রি করে অর্থ উপার্জন করেছিলাম একসময়। তখন আমি কাস্টমার থেকে টাকাগুলো মোবাইলে রিচার্জ নিতাম। এখন যেই সিমে রিচার্জ নিয়েছিলাম সে সিমে আরও কয়েকবার রিচার্জ করা হয়েছে আমি বা আমার পরিবার দ্বারা। সিমে ১৫০ টাকার মতো ছিল। তখন সিম অনেকদিন বন্ধ ছিল তাই সিম চালু করলে ব্যলেন্স ০ টাকা ছিল। এই ১৫০ টাকার পুরো টাকাকে হারাম পথের ধরবো নাকি নাকি আনুমানিক একটি পরিমাণ হালাল ধরবো কারণ মধ্যে যে রিচার্জ করেছিলাম নিজে বা পরিবারের লোকে। আমি নিজেও সিম ব্যবহার করেছিলাম এবং এতেও কিছু টাকা করছ হয়েছিল।
১) এখন জানতে চাই সিম কোম্পানি প্রায় ১৫০ টাকার পরিবর্তে শূন্য টাকা এখন ব্যালেন্স দেখাচ্ছে। এখন কি সিম কোম্পানির সাথে কথা বলে কি দেড়শ টাকা ফেরত নিব নাকি এই টাকা বাদ দিয়ে দিবো এবং ধরে নিব যে যতটাকা আনুমানিক হারাম পথে উপার্জন করেছিলাম ততটাকা থেকে ১৫০ বাদ?
২) যদি সিম কোম্পানির সাথে কথা বলে ১৫০ টাকা আমি ফেরত আনার চেষ্টা করি এবং তারা যদি আমাকে সে টাকাটা দিয়েও দেয় তাহলে তো আমি টাকাটা সিম থেকে বের করতে পারবো না, এই টাকা তখন সিমেই থাকবে এবং আমাকে বাহির থেকে তখন হারাম পথে উপার্জিত অর্থ দান করতে হবে?
৩) আরেকটি ব্যাপারে জানতে চাই গেম আইটেম বিক্রি করে তখন ফোনে অনেকবার কাস্টমার থেকে রিচার্জ নিয়েছিলাম এবং এখান থেকে উপার্জিত অর্থের বেশিরভাগ ব্যবহার করে ফেলছিলাম। বর্তমানে আমি বেকার তবে নিজের কিছু জমানো টাকা আছে। এখন কি করণীয়?
জাযাকাল্লাহু খাইরান