আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
535 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (17 points)
আসসালামু আলাইকুম।

https://ifatwa.info/8025/............... এই প্রশ্নটির জবাবে, মাশা আল্লহ, খুব সুন্দর করে বুঝানো হয়েছে যে কোন হারাম কাজের বিনিময়ে উপার্জিত টাকা সওয়াবের আশা ছাড়া গোপনে সাদাকাহ করে দিতে হয়, সম্পদকে পবিত্র করার  উদ্দেশ্যে।

এখন পরিস্থিতি এমন হয়েছে যে (খুব-সম্ভব হারাম পথে) উপার্জিত ঐ টাকার একটা বড় অংশ গরীব/ধনী আত্মীয়-স্বজন, প্রতিবেশীর প্রয়োজনে কিংবা পোশাক-আশাক কিনে, এবং কয়েকটি মাসজিদের উন্নয়নের জন্য খরচ করা হয়েছে, এবং অবশিষ্ট অংশও নিজের এবং পরিবারের প্রয়োজনে খরচ করা হয়েছে। (কেউ কেউ সেই টাকা দিয়ে বাড়িও তৈরি করে ফেলেছে।)


এখন আমার প্রশ্ন হলঃ
১। উক্ত পরিস্থিতিতে কি (খুব-সম্ভব) হারাম উপার্জনের ঐ টাকার পরিমাণ টাকা পুরোটাই সওয়াবের আশা ছাড়া গোপনে সাদাকাহ করে দিতে হবে নাকি কেবল নিজের ও পরিবারের জন্য খরচ-কৃত অংশই করতে হবে?

২। ঐ টাকা দিয়ে তৈরি বাড়ি সম্পর্কে বিধান কী?

৩। যদি ঐ টাকাকে পুঁজি করে কোন হালাল ব্যবসা করা হয় সেই ব্যবসা সম্পর্কে বিধান কী?
by (17 points)
জাযাকাল্লহ খইরন। এই কঠিন পাপের প্রায়শ্চিত্তে আল্লহর সাহয্য চাই।

আপনাদের কাছে দুয়ার দরখাস্ত রইল।

1 Answer

0 votes
by (712,600 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: ٥١] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: ١٧٢] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟ "
 তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আল্লাহ তা'আলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর আল্লাহ তা'আলা তার প্রেরিত রসূলদের যে হুকুম দিয়েছেন মুমিনদেরকেও সে হুকুম দিয়েছেন। তিনি বলেছেন, “হে রসূলগণ! তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার কর এবং ভাল কাজ কর। আমি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জ্ঞাত।" (সূরা আল মু'মিনূন ২৩ঃ ৫১)তিনি (আল্লাহ) আরো বলেছেন, “তোমরা যারা ঈমান এনেছো শোনা আমি তোমাদের যে সব পবিত্র জিনিস রিযক হিসেবে দিয়েছি তা খাও”— (সূরা আল বাকারাহ ২ঃ ১৭২)। অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দূর-দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে। ফলে সে ধুলি ধূসরিত রুক্ষ কেশধারী হয়ে পড়ে। অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, “হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্যও হারাম। কাজেই এমন ব্যক্তির দু'আ তিনি কী করে কবুল করতে পারেন?”(সহীহ মুসলিম-১০১৫)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
যত টাকা হারাম ভাবে ইনকাম করা হয়েছে,সব টাকাকে সদকাহ করে দিতে হবে।অর্থাৎ উপার্জিত হারাম টাকার সবগুলোকে সদকাহ করে দিতে হবে।যদি ঐ হারাম টাকার কিছু অংশ খরছ হয়ে যায়,তাহলেও সেই টাকাকে সদকাহ করে দিতে হবর।


(২)
হারাম টাকা দিয়ে বাড়ী নির্মিত হলে,সেই পরিমাণ টাকাকেও সদকাহ করে দিতে হবে।

(৩)
যদি ঐ টাকাকে পুঁজি করে কোন হালাল ব্যবসা করা হয়,তাহলে সেই ব্যবসার মূল পুঁজি ও মুনাফা সবটাকেই সদকাহ করে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (17 points)
জাযাকাল্লহ শাইখ

by
এটা হানাফি ফিকহ অনুসারে যেটা বললেন।অনেক আলেম বলেন মূল্ধন মালিকের আর লাভ আপনার নিজের অথবা আপনি কিছু অংশ মালিককে ফেরত দিবেন আর বাকিটা রাখবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...