আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
160 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)

#on_behalf


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।

আমার স্বামি ঠুনকো বিষয় নিয়ে রাগের মাথায় আমার গলা টি'পে ধরে, ছেড়ে দিয়ে আমাকে বলেছে "আপনার সাথে আমার আর সংসার হবেনা এই মুহূর্তে চলে যান এ বাসা থেকে"।
তখনই আবার আমার আম্মুকে ফোন দিয়ে এই একই কথা বলেছে যে আপনার মেয়ের সাথে আমার আর সংসার করা হবেনা নিয়ে যান ওকে।
এটা হয়েছে জানুয়ারির ৩ তারিখ। এখন সে ফিরিয়ে নিতে চাই। আমি জানুয়ারীর ৩ তারিখ থেকে আজ অব্দি তার থেকে দূরে আছি।

এখন আমার প্রশ্ন হলো এই কথায় কি তালাক হয়েছে?

#Question2

উস্তায আমার স্বামী আমাকে বলেছে--তুমি যদি অমুক কাজ করো আমি তোমাকে তালাক দিবো।পরবর্তীতে যদি সে সেই কাজের অনুমতি আমাকে দেয় এবং সেটা আমি করি তাহলে কি তালাক হয়ে যাবে ??<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240223_215052_159.sdocx-->

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
( "আপনার সাথে আমার আর সংসার হবেনা এই মুহূর্তে চলে যান এ বাসা থেকে"।
তখনই আবার আমার আম্মুকে ফোন দিয়ে এই একই কথা বলেছে যে আপনার মেয়ের সাথে আমার আর সংসার করা হবেনা নিয়ে যান ওকে)

উক্ত বক্তব্যর আলোকে তালাক বায়েন পতিত হয়ে যাবে যদি তালাকের নিয়ত থাকে। তবে তালাকের নিয়ত না থাকলে তালাক হবে না।

আপনার স্বামী যদি বলে, তুমি যদি অমুক কাজ করো আমি তোমাকে তালাক দিবো।পরবর্তীতে যদি সে সেই কাজের অনুমতি আপনাকে দেয় এবং সেটা আপনি করেন, তাহলেও তালাক হবে না। কেননা সে বলেছে ''তালাক দিবো " এটা ভবিষ্যত বাচক শব্দ, যা ওয়াদা বুঝায়।

ووإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق۔

البحر الرائق: (کتاب الطلاق، باب التعلیق، 26/4، ط: زکریا)
وفي الولوالجیۃ: الطلاق والعتاق متی علق بشرط متکرریتکرر۔

الدر المختار مع رد المحتار: (باب التعلیق مطلب فیما لوتعدد الاستثناء، 376/3)
وقد عرف في الطلاق أنه لو قال: إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق وقع الثلاث
يعني بدخول واحد

و فیه ایضاً: (کتاب الطلاق، باب طلاق غیر المدخول بھا، 521/4، ط: زکریا)
لوکرر لفظ الطلاق وقع الکل، وإن نوی التاکید دین أي ووقع الکل قضاء۔

الدر المختار: (355/3)
فحيلة من علق الثلاث بدخول الدار أن يطلقها واحدة ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحها۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...