আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
471 views
in সালাত(Prayer) by (1 point)
মহিলাদের সালাতে পিছনের সারিতে দাড়ানো উত্তম এসম্পর্কিত একটা হাদিস পরেছিলাম।এটা ছেলেদের পিছনে জামায়াতে দাঁড়ানোর খেত্রে।এখন মসজিদগুলোতে মেয়েদের আলাদা ঘর থাকে।এখানেও কি মেয়েদের পেছনের সারিতে দাঁড়ানো উত্তম হবে।অনেকেই এ কারনে সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ায়।এটা কতটা গ্রহণযোগ্য ?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত

ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ، ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : " ﺻﻼﺓ ﺍﻟﻤﺮﺃﺓ ﻓﻲ ﺑﻴﺘﻬﺎ ﺃﻓﻀﻞ ﻣﻦ ﺻﻼﺗﻬﺎ ﻓﻲ ﺣﺠﺮﺗﻬﺎ ﻭﺻﻼﺗﻬﺎ ﻓﻲ ﻣﺨﺪﻋﻬﺎ ﺃﻓﻀﻞ ﻣﻦ ﺻﻼﺗﻬﺎ ﻓﻲ ﺑﻴﺘﻬﺎ"
রাসূলুল্লাহ সাঃ বলেন,‘ক্ষুদ্র কক্ষে নারীদের নামাজ বড় কামরার নামাজের তুলনায় উত্তম।ঘরের নির্জন কোণে নামাজ ক্ষুদ্র কক্ষের নামাজের তুলনায় উত্তম।(সুনানু-আবু-দাউদঃ৫৭০,সুনানু তিরমিযি-১১৭৩)

মহিলাদেরকে নিজ ঘরে নামায পড়ার প্রতি উৎসাহিত করে এ জাতীয় আরো বহুসংখ্যক হাদীস বর্ণিত রয়েছে। এ জন্য জুমহুর ফুকাহায়ে কেরাম মহিলাকে ঘরের নির্জন স্থানে নামায আদায় করার পরামর্শ দেন।

ইমাম আবু- হানিফা বলেন,বর্তমান ফিৎনার সময়ে মহিলাদের জন্য মসজিদে গিয়ে নামায পড়া মাকরুহে তাহরীমি।তথা নামায আদায় হয়ে যাবে তবে মাকরুহে তাহরিমী হবে।

প্রয়োজন বশত যেমন সফরের হালতে রাস্তার পাশে নারী-পুরুষ এর জন্য পৃথক পৃথক ব্যবস্থায় নির্মিত  মসজিদে মহিলাদের জন্য নামায পড়ার অনুমতি রয়েছে।এমনকি অন্য কোনোভাবে নামায পড়া সম্ভব না হলে তখন সেখানে নামায পড়ে নেয়াই কাম্য।কেননা জামাতে নামায পড়া মূলত নিষেধ নয়।বস্তুত নিষেধের কারণ হল পর্দা এবং ফিৎনার আশংকা।

এবার মূল আলোচনায় আসা যাক-

মহিলাদের জন্য শেষ কাতারে দাড়ানোর হুকুম যেহেতু ফিৎনার  আশংকার কারণেই এসেছিলো।এখন যেহেতু নামাযের স্থান আলাদা।যেখানে পুরুষ মহিলাকে দেখতে পারবে না।তাই মহিলা তাদের নামাযের স্থানের প্রথম কাতারে দাড়াবে।নতুবা ইমাম এবং মহিলাদের মধ্যখানে অনেক ফাঁক থেকে যাবে।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.

পরিচালক

ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...