আস্সালামুআলাইকুম হুজুর পূর্বের ৩ টি প্রশ্নের উত্তর এখনো পাইনি!! হুজুর আপনারাতো সব সময় ভালো কাজ করেন,,,যারা আগে প্রশ্ন করে,,তাদের উত্তর পাবার হক তো আগে হুজুর! আপনারা দয়াকরে উত্তর দেওয়ার সময়ে আগে পূর্বের প্রশ্নগুলির উত্তর দিয়ে ,পরে নতুন প্রশ্নের উত্তর দিবেন ! যেহেতু অনেকের উত্তরের উপরে অনেক কিছু নির্ভর করছে ,সেহেতু যার প্রশ্ন আগে করা হয়েছে ,দয়াকরে তারটা আগে উত্তর দিবেন !
কিছু বলে ফেল্লে ,আমাকে দয়াকরে মাফ করে দিন !
আমাকে কোনো হাদিসের বেখ্যা দিতে হবেনা হুজুর! প্রশ্ন বড় করবার জন্য দুঃখিত হুজুর ! ক্ষমা করবেন ! শুধু এক কথায় উত্তর দিলেই হবে ,
1.হুজুর আমার মামাতোভাই বয়স ১৪ বছর কিন্তু সে এখনো আমাকে ভাইয়া ডাকে ,আমি যদিও ওর বোন কিন্তু ছোট বেলা থেকেই ভাইয়ের মতোই ওদেরকে আমি বোরো করেছি ,আমার বয়স ২১,,ফেতনা সৃষ্টি হবার কোনো সম্ভাবনাই নেই হুজুর ,,এমতাঅবস্থায়ও কি আমার ওর সামনে পূর্ণ পর্দা করা ফরজ !?
2.হুজুর আমরা যেখানে ভাড়া থাকি ,এখানে একটা অটিস্টিক ছেলে আছে,,বয়স ১৫/১৬ হবে,,,আমি যখন থেকেই এসেছি আমি ওকে সব সময় ভাইয়া বলে ডেকে এনে চকলেট,দেই ,টাকা দেয় মাঝে মাঝে ,আরো খাবার দেয় ,ওয় ও আমাকে বোরো বোন হিসেবে খুব ভালোবাসে ,সব সময় আপু আপু করে ,হুজুর আমার ওকে খুব ময় লাগে ,,,কিন্তু আমি যেহেতু ওর নিজের বোন নই তবে ওর মধ্যে যৌন কোনো ধারণা,বুঝ এগুলো আছে বলে আমার মনে হয়না ,,,এমতাবস্থায় আমার কি তার সামনেও পূর্ণ পর্দা ফরজ !?
3.হুজুর আমি যেদিন পরিবারে আছি,আমার মা নামাজও পড়েন না,,সব সময় ওড়না ছাড়া থাকেন ! নাউযুবিল্লাহ ,,আমার মা বাহিরে মাথায় ও কাপড় দিয়ে যায়না ,,,আমি নামাজের কথা ,,এবং অন্নান্ন উপদেশ দিলে খুবই রেগে যান এবং বকাবকি করেন ,,ইদানিং মাঝে মাঝে সালাত আদায় করেন ইচ্ছে হলে,,কিন্তু খুবই উদাসীন ,,হুজুর আমি আল্লাহর অশেষ রহমতে ,,,ছোট বেলা থেকেই বেদ্বীন পরিবারে বোরো হয়েও ছোট বেলা থেকেই আল্লাহকে খুব ভয় পেতাম ,,,মৃত্যু ,জান্নাত ,জাহান্নাম , আমার ছোটোবেলাথেকেই আমাকে খুবই প্রভাবিত করে এগুলো। ...হুজুর আমারনা খুব কষ্ট হয় আমার বাবা ,মা ,ছোটভাই ,,আমি সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই!! আমি কি করবো হুজুর !? আমিযে আমার বাবা,মা ,ভাইকে খুব ভালোবাসি ,,,আমি কোনোদিন বাবামায়ের শাস্তি মেনে নিতে পারবোনা ,,,আমার মাঝে মাঝে মনেহ আল্লাহ আমাকে কেন দ্বীনি পরিবারের মেয়ে করে পাঠালেন না ! তাহলে হয়তো আমি আরো ভালোভাবে দিন পালন করতে পারতাম ,,হুজুর ,,আমার খুব ইচ্ছে করে যে আমি অনেক দূরে কোথাও চলে গিয়ে এক থাকি ,,,আমার মা বাবার আশা যে আমি চাকুরী করবো ,,আমি চাই পাপ থেকে বেঁচে থাকতে ,,তাই আমি ঘরে বসে উপার্জন করা যাবে এরকম পেশা softwere ইঞ্জনিয়ারিং কে বেঁচে নিয়েছি ,,মায়ের ইচ্ছা আমি যেন তাকে বাড়ি বানিয়ে দেই,,,হুজুর আমিযে জব করছি ,প্রতিদিন ২ বেলা নন মাহরামদের সাথে মিটিং এ কথা বলতে হয়,,কণ্ঠের পর্দা করতে পারিনা ,,তবে হুজুর ,,আমার দুনিয়ার বাড়ি ঘর চাওয়া পাওয়া বলতে কিচ্ছু নেই ,,,আমি শুধু চাই বাবামায়ের আশা পূরণ করে তাদের দুঃখ দূর করে যত গরিব দুঃখী আছেন সবাইকে সাহায্য করতে ,,ফ্রীতে দ্বীনী শিক্ষার বেবস্থা করে দিতে,,আমার বয়স ২০..আমি একই মায়ের বোরো মেয়ে,৭ বছরের একটা ভাই আছে শুধু ,,আমার সৎ বাবা উনিও হারাম উপার্জন করেন ,,হুজুর আমার খুব ইচ্ছে করে এক দূরে কোথাও চলে যেতে ,,দুনিয়ার মোহো আমার অনেক আগে থেকেই কেটে গিয়েছে আমি জানি সবই বৃথা ,,কিন্তু তারা তো তা বুঝেনা ,,হুজুর আমার চাকুরিও করতে ইচ্ছে করেন ,,সারাজীবন শুধু আল্লাহর ইবাদাত করতে ইচ্ছা করে ,,আবার বিয়ের কথা আমার ভাবাও যাবেনা ,,কারণ আমার অনেক দায়িত্ব,,আমার বাবা মা বিয়ে দিবেনওনা,,হুজুর আমারো ভবিষ্যৎ জীবনসঙ্গীর কথা ভাবলে খুব ভয় হয় ,,যদি সেখানে গিয়ে ভালোভাবে দিন পালন করতে না পারি ,যদি প্রকৃত দ্বীনদার কাওকে না পাই ,,যদি সন্তান সন্ততিদেরকে ভালোভাবে দ্বীনী শিক্ষায় লালন পালন করতে না পারি ,,তাহলেতো জাহান্নাম আমার আরো নিকটে ! আমি চাই বিয়ে না করে সারাজীবন এক থাকতে ,,কিন্তু ইদানিং আবার আমার আরেক সমস্যা হচ্ছে ,,,আমি নিজের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করি ,,আবার আমার খুব সাজতে ইচ্ছে করে ,,আরো অনেক আজি বাজে চিন্তা আসে মাথায় স্বামী নিয়ে ,,,কিন্তু আমি বিয়েও করতে চাইনা ,,কিন্তু আবার খুব ইচ্ছে হয় আমাকে সাজুগুজু অবস্থায় কেউ দেখুক,,আরো অনেক কিছু কল্পনা আসে ,,,হজুর এমনকি কোনো পুরুষের কণ্ঠ,চেহারা তেও আকৃষ্ট হয়ে যাই ,নাউযুবিল্লাহ ,,হুজুর তখন তাকে নিয়ে অনেক কল্পনা চলে আসে ,বিয়ে ,বিয়ের পরবর্তী সময়গুলো,,সংসার ,আরো অনেক কিছু ,,হুজুর আমার কি তাহলে অন্তরের যেন হয়ে যাচ্ছে !? হুজুর আমি কি করবো !? কিভাবে বাঁচবো !? আমিও চাই শুধুমাত্র একজনকে পবিত্র , হালাল ভাবে পেয়ে তাকে নিয়েই ভাবতে ,,,কিন্তু আবার সারাজীবন একাও থাকতে চাই ,,,হুজুর,,আমাকে বাবা ,মা সবাই ছোটবাচ্চা মনে করেন ,আমাসদের বংশের সব মেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে চাকুরী করার পরে বিয়ে করে,,কিন্তু আমায় তো ধৈর্য ধরে কল্পনা না করে থাকতে পারছিনা ! কোনোকাজ মন দিয়ে করতে পারছিনা ,সালাতেও ভালোভাবে মনোযোগ দিতে পারছিনা ,খালি জীবনসঙ্গীর কল্পনা আসে ,তার কথা মনে হয় ,, হুজুর আমি কি করলে আমার দ্রুত বিয়ে হয়ে যাবে !? প্রকৃত দ্বীনদার,যে আমার দুনিয়া আখিরাতের জন্য সবথেকে উত্তম হবে ,যার সাথে থাকলে আমি কঠোরভাবে দ্বীন মেনে চলতে পারবো ,যার সাথে থাকলে আমি সহজেই জান্নাতে যেতে পারবো কিভাবে এমন জীবনসঙ্গী পাবো হুজুর ,কিভাবে দ্রুত আমার বিয়ে হবে হুজুর ,,,সব কিছুই অসম্ভব মনে হচ্ছে ,,আল্লাহ তো সব কিছুই সম্ভব করতে পারেন ,,আমি কি করবো হুজুর !?
4.
https://ifatwa.info/90354/
5.
https://ifatwa.info/90270/
6.
https://ifatwa.info/90247/