ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কেউ যদি নিয়্যাত করে যে, সে প্রতিমাসে ১০০০ টাকা করে সাদাকাহ করবে। কিন্তু কোনো মাসে যদি সে ঐ টাকা ইলম শিক্ষায় ব্যয় করে নিতে চায়, তাহলে এতে কোনো সমস্যা হবে না।কেননা নিয়ত করার দ্বারা তার উপর সদকাহ করা ওয়াজিব হয়নি।
في الفقہ الاسلامی وادلتہ:
"وركنه عند الحنفية: هو الصيغة الدالة عليه مثل قول الشخص: (لله علي كذا) و (علي كذا) أو (علي نذر) أو (هذا هدي) أو (صدقة) أو (مالي صدقة) أو (ما أملك صدقة) ونحوها ." (الباب السادس، الفصل الثاني،ج: 4،ص:552،ط:دارالفکر بیروت)
(২)
আপনি সদকাহর জন্য যেই ১ হাজার নিয়ত করেছিলেন, সেই ১ হাজার টাকা শিক্ষা কাজে ব্যয় করতে পারবেন।প্রকারান্তরে এটাও সদকাহর সমতুল্য হিসেবে বিবেচিত হবে।
সাওবান (রাঃ)হতে বর্ণিত।
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابه فِي سَبِيل الله» . رَوَاهُ مُسلم
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম হলো ওই দীনার যা কোন ব্যক্তি পরিবার-পরিজন লালন-পালনের জন্য খরচ করে। উত্তম দীনার হলো তাই যা কোন মানুষ এমন সব পশু পালনে খরচ করে যেগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য লালিত-পালিত হয়েছে। উত্তম দীনার হলো ওই দীনার যা কোন মানুষ আল্লাহর পথে জিহাদকারী বন্ধুদের জন্য খরচ করে। (মিশকাত-১৯৩২, সহীহ মুসলিম-৯৯৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯১৩৮, সহীহ আত্ তারগীব ১৯৫২, ইবনু মাজাহ্ ২৭৬০)