ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি খাটে ঘুমায় আর আপনি অল্প দূরে ফ্লোরে বসে কুরআন তিলাওয়াত করেন, তাহলে এতে কোনো সমস্যা হবে না।
(২)
ব্যাংকের সকল চাকুরী নাজায়েয বা হারাম নয়।বরং ব্যাংকের ঐ সকল ডিপার্টমেন্টে চাকুরী করা বৈধ রয়েছে,যেগুলোতে সুদী লেনদেন জড়িত নয়।
ব্যাংকের চাকুরি হারাম হওয়ার মূল কারণ দু’টি।যথা-
১-হারাম কাজে সহায়তা করা।
২-হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা।
হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর আছে। শরীয়তে সব প্রকার সহায়তা হারাম নয়।বরং সে সব সহায়তাই হারাম যা সরাসরি হারাম কাজের সহিত জড়িত থাকে। যেমন, সুদী লেনদেন করা। সুদী লেনদেন লিখে রাখা। সুদী টাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে উসুল করা, ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/398
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার শশুড় যদি ব্যাংকের হারাম ডিপার্টমেন্টে চাকুরী করে থাকেন,এবং ঐ হারাম টাকা দ্বারা ঐ সমস্ত জিনিষ ক্রয় করে আপনাকে দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য ঐ সমস্ত জিনিষ ব্যবহার করা জায়েয হবে না।
(৩) আপনার চাচা যদি ব্যাংকের হারাম ডিপার্টমেন্টে চাকুরী করে থাকেন, এবং সেই হারাম ইনকাম দ্বারা আপনাকে হাদিয়া দিয়ে থাকেন, তাহলে সেই হাদিয়া গ্রহণ করাও আপনার জন্য জায়েয হবে না।