আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
58 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আসসালামু আলাইকুম।
১।আমার প্রশ্ন হল আদব ও আখলাখ এর মধ্য পার্থক্য কি উদহারণ ডহ বুঝিয়ে দিবেন।

২।মুয়ামালাত ও মুয়াশারাত এর মধ্য পার্থক্য কি?

Asalamualykum
1. My question is what is different between Adab and aklaq?

2.And diffrance between Muamalat and Muasart.

Jazzk allahu kyer.

1 Answer

0 votes
by (713,800 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আখলাক শব্দের শাব্দিক অর্থ 
আখলাক আরবি শব্দ খুলুকুন এর বহুবচন। এর অর্থ চরিত্র,স্বভাব,আচার-আচরণ,ব্যবহার ইত্যাদি

পরিভাষায় আখলাক বলা যায়,
মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায়,তাকেই আখলাক বলা হয়। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তভূক্ত।

আখলাক দুই প্রকার। যথা-
(১) আখলাকে হামিদাহ,
(২) আখলাকে যামিমা বা সাইয়্যিআহ,

আখলাকে হামিদাহঃ
আখলাকে হামিদাহ বলতে মানুষের দৈনন্দিন কাজ কর্মের মাধ্যমে যেসব উত্তম আচার-ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টিকে বোঝায়। যেমন-পরোপকারিতা,শালীনতাবোধ,সৃষ্টির সেবা,আমানত রক্ষা,শ্রমের মর্যাদা,ক্ষমা ইত্যাদি।

আখলাকে যামিমাঃ
মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে যামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন-অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ,ঘুষ ইত্যাদি।

ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব অপরিসীম। সকল নবী রাসূলগণ-ই নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়ে গেছেন। উন্নত চরিত্রকে পূর্ণতা দানের জন্য শেষ নবী মুহাম্মাদ সাঃ কে আল্লাহ তায়ালা প্রেরণ করেছেন।


আদাব দ্বারা এই আখলাক কেই বুঝানো হয়। সুতরাং একটা আরেকটার সমার্থক। 


(২)
মু'আমালাত দ্বারা লেনদেন উদ্দেশ্য হয়। এবং মু'আশারা দ্বারা সামাজিক নিয়ম শৃঙ্খলা বুঝানো হয়ে থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 77 views
0 votes
1 answer 122 views
...