ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু আপনার স্বামী এখনো আপনার সাথে সংসার চালিয়ে যাচ্ছেন। বিচ্ছেদের আলোচনা করছেন না বা সেদিকে অগ্রসর হচ্ছেন না।
তাই আপনাকে বিশেষ কয়েকটি নসিহত করবো-
(ক)
আপনার স্বামীর পরকিয়া সম্পর্কে অন্য কাউকে জানাবেন না।কেননা গোনাহে গোপন রাখা ওয়াজিব।তাই গোপন রাখার চেষ্টা করুন।
(খ)
পূর্ণ আগ্রহের সাথে তাকে ঠিক করার চেষ্টা করুন। তার পরিবারের সাথে সুন্দর ব্যবহার করে তাদের মন জয় করার চেষ্টা করুন।
(গ)
তার এবং তার পরিবারের হেদায়তের জন্য দু'আ করতে থাকুন।
এসবের পরেও যদি কোনো প্রকার ফায়দা না হয়,তাহলে এমতাবস্থায় স্ত্রীর সামনে দু'টি পথ থাকবে-
(এক)
হয়তো আপনি নিরবতার সাথে সহ্য করে এগিয়ে যাবেন।
(দুই)
আপনি স্বামীর নিকট তালাক চাইতে পারবে বা খূলা করতে পারবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।এবং স্বামী ও তার পরিবারের জন্য হেদায়তের দু'আ করতে থাকুন।এবং আল্লাহর ফয়সালার অপেক্ষা করুন।