বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার ফুফার উপার্জন সম্পূর্ণ হালাল নয়, আপনি আপনার ফুফার কাছ থেকে যে চুলা ক্রয় করেছেন, সেই চুলা আপনি এখন ব্যবহার করতে পারবেন।
(২)
বুয়া সম্পর্কে এভাবে কথা বলা আপনার গিবত হবে না। তবে একটা জিনিষ খেয়াল করেন, আল্লাহ মানুষকে কাজ করে জীবনাতিপাত করার জন্য বানিয়েছেন।
আল্লাহ কওমে সামুদের শারিরিক গঠন ও শক্তির প্রশংসা স্বরূপ বলেন,
وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ
তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত।(সূরা হিজর-৮২)
সুতরাং নিজ ঘরের কাজ নিজেই করবেন। এতেকরে শারীরিকভাবে সুস্থ থাকবেন।
(৩)
নিজ পক্ষ্য থেকে কখনো কম সময় পড়ালে পরবর্তী সময়ে পূর্ণ করে দিতে হবে।তবে ছাত্রদের পক্ষ থেকে কম হলে, তখন কিন্তু আপনাকে পরবর্তীতে পূর্ণ করে দিতে হবে না।
(৪)
এই ছাত্রকে কমবেশ করে পড়াতে পারবেন, যেহেতু তার মায়ের অনুমোদন তাতে রয়েছে।