ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা বাকারা-৪৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রথমে আপনাকে ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করার এবং তালাক না চেয়ে স্বামীর মন পরিবর্তন হওয়ার জন্য দু'আ করার।
তাহাজ্জুদের নামায পড়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করবেন।এটাই আপনার জন্য অধিক কল্যাণজনক হবে। তাকে সর্বদা আপন করে কথাবার্তা বলবেন। তার সামনে সর্বদা সেজেগোজে থাকবেন। তার সমস্ত চাওয়া পাওয়াকে তাৎক্ষণিক পূর্ণ করে দিবেন। হ্যা, নিজের প্রতি স্বামীর মহব্বত বাড়ানোর উদ্দেশ্য কুরআন হাদীসে বর্ণিত বিভিন্ন দু'আকে তাবিজ হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য ভালো কোনো মুদাব্বির আলেমের শরণাপন্ন হতে পারেন।