ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দাসী যদি বদকার মহিলা হয়, তাহলে তাকে দ্বীনদার বানানোর চেষ্টা করতে হবে।চেষ্টা করার পরও যদি সে দ্বীনে না আসে, তাহলে এমন বাদীকে বিক্রয় করে দেয়াই উচিৎ। এবং এমন বদকার বাদীর সামনে মালকিন তখন গায়রে মাহরাম পুরুষের মতই আচরণ করবে।
(২)
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি? (সূরা আল কামার-১৭)
তাফসীরে জালালাইনে বলা হয়,
{وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآن لِلذِّكْرِ} سَهَّلْنَاهُ لِلْحِفْظِ وَهَيَّأْنَاهُ لِلتَّذَكُّرِ {فَهَلْ مِنْ مُدَّكِر} مُتَّعِظ بِهِ وَحَافِظ لَهُ وَالِاسْتِفْهَام بِمَعْنَى الْأَمْر أَيْ احْفَظُوهُ وَاتَّعِظُوا بِهِ وَلَيْسَ يُحْفَظ مِنْ كُتُب اللَّه عَنْ ظَهْر الْقَلْب غَيْره
মর্মার্থ-
আমি কুরআনকে হিফয এবং নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সুতরাং কুরআনকে হিফয করো এবং কুরআন থেকে নসিহত গ্রহণ করো।
(i) এখানে কুরআনের অধিকাংশ আয়াতকে বুঝাচ্ছে।
আল্লাহ অন্য এক আয়াতে বলেন,
هُوَ الَّذِي أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ ۖ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ ۗ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না।(সূরা আলে-ইমরান-৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআনের কিছু আয়াত সুস্পষ্ট। এবং কিছু আয়াত ব্যখ্যার প্রয়োজনিয়তা রাখে। এবং কিছু শব্দ বা বাক্যাংশের অর্থ আল্লাহ ব্যতিত কেউই জানে না। কুরআনের প্রয়োজনিয় ও অধিকাংশ আয়াত অত্যান্ত সহজ। তবে কিছু বিষয়ের জ্ঞান শুধুমাত্র বুদ্ধিমানরাই অনুভব করতে পারেন। কুরআন থেকে আখেরাতের হেদায়ত গ্রহন সবার জন্যই অত্যান্ত সহজ।