জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
আবদুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حُيَىِّ بْنِ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ " مَا هَذَا السَّرَفُ " . فَقَالَ أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قَالَ " نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ " .
রাসুল (সা.) সাদ (রা.)-কে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তিনি অজুু করছিলেন। তিনি বলেন, এই অপচয় কেন? সাদ (রা.) বলেন, অজুতেও কি অপচয় আছে? তিনি বলেন, হ্যাঁ, যদিও তুমি প্রবহমান নদীতে থাকো। ’ (ইবনে মাজাহ, হাদিস : ৪২৫)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে বাকি পানি টুকু কোনো কাজে না লাগিয়ে এমনিতেই ফেলে দিলে অপচয় হবে।
তবে এক্ষেত্রে উক্ত পানিকে যদি কোনো কাজে লাগানো হয়,(যেমন সেই পানি দিয়ে ঘর বাড়ি,আসবাবপত্র পরিস্কার করা,ধোয়া মোছা করা) তাহলে অপচয় হবেনা।
(০২)
আপনি জায়নামাজ ছেড়ে সুইচ অফ করে দিয়ে এসে পুনরায় জায়নামাজে এসে যিকির করবেন। অথবা জায়নামাজে বসে থেকেই কাউকে ডাক দিয়ে লাইট অফ করে দিতে বলবেন।
এক্ষেত্রেও আপনি প্রশ্নে উল্লেখিত উক্ত ফজিলত পাবেন।
লাইট অফ করার কথা বলার পরেও কেউ অফ না করলে আপনার গুনাহ হবেনা।
(০৩)
শিশুদের প্রহার করা যাবেনা।
গালি দেয়া যাবেনা।
তবে তাকে ধমক দেয়া যাবে।
বড় হওয়ার পর প্রহার করা যাবে।
এক্ষেত্রে শরীরের একই স্থানে প্রহার না করে বিভিন্ন জায়গায় হালকা ভাবে প্রহার করা যাবে।
চেহারা,মাথা, পেট ও লজ্জাস্থানের মতো স্পর্শকাতর জায়গায় প্রহার করা যাবে না।
বিস্তারিত জানুনঃ
(০৪)
হ্যাঁ আপনি তাহা ব্যবহার করতে পারবেন।