জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মানুষ হোক,বা অন্য কোনো প্রানী,প্রবাহিত রক্তই শুধু হারাম।
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ تَمِيمِ الدَّارِيّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوُضُوءُ مِنْ كُلِّ دَمٍ سَائِلٍ»
‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) তামীম আদ্ দারী (রাঃ)হতে বর্ণনা করেন। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক প্রবহমান রক্তের কারণেই অযু করতে হবে।
(সুনানে দারা কুতনি ১/১৫৭.মিশকাত ৩৩৩)
★শরীয়তের বিধান হলো প্রানী জবাইয়ের সময় যেই প্রবাহিত রক্ত বের হয়,সেই প্রবাহিত রক্ত নাপাক।
কিন্তু প্রানী জবাইয়ের পর হাড্ডি কাটার সময় বা গোশত কাটার সময় রান হতে বা অন্য কোনো অংশ হতে যাহা কিছু সাধারনত রক্ত বের হয়,বা গোশতের উপর লেগে থাকে,সেটা প্রবাহিত রক্ত নয়।
তাই সেটা নাপাক নয়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে উক্ত রক্ত পানি নাপাক নয়।
(জানামতে মুরগীর নাড়িভুড়ির লালা গুলো এই রক্তপানিতে থাকেনা। ঘটনাক্রমে থাকলেও তাতে সেই রক্তপানি নাপাক হবেনা।)
এগুলো গায়ে ছিটে আসলে দেখবেন যে তাতে মুরগীর বিষ্ঠা রয়েছে কিনা?
যদি তাতে মুরগীর বিষ্ঠা না থাকে,সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার শরীর পাকই থাকবে।