ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথম রা'কাতে সূরা ফিল তেলাওয়াতের পর,দ্বিতীয় রা'কাতে সূরা কুরাইশ তেলাওয়াত করতে হবে।ইচ্ছাকৃত এক সূরা মধ্যখানে ছেড়ে দিয়ে পরবর্তী সূরা তেলাওয়াত মাকরুহ।এবং প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয় রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ।ফরয নফল সকল নামাযের ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2434
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম রাকাতে যে সূরা তিলাওয়াত করা হবে, পরবর্তী রাকাতে এর পরের সূরা তিলাওয়াত করতে হবে।এই বিধান একই নামাযে। সুতরাং এক ওয়াক্তের কোনো নামাযে এক সূরা তিলাওয়াতের পর পরবর্তী নামাযে এর চেয়ে উপরের সূরা তিলাওয়াত মাকরুহের অন্তর্ভুক্ত হবে না।
সুতরাং এশার সালাতের শেষ ২ রাকাত সুন্নাতে যদি সুরা-ফালাক এবং নাস পড়া হয়। অতঃপর তারাবিহর সালাতে ৩ রাকাতেই যদি সুরা-ইখলাস দিয়
পড়া হয়। এখানে নামায মাকরুহ হবে না। কেননা এখানে নামায দুইটি। এগুলো একই নামাযে হয়নি।