ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়ানা মুহাম্মাদ"
এই দরূদ পড়া যাবে। তবে উত্তম হল, দুরুদে ইবরাহিমী পড়া।
(২)
থানভী রাহ ও কাস্মীরি রাহ এর উক্ত দুইটি কিতাব দ্বারা আ'মল করতে পারবেন।তবে অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে।এগুলো শুধুমাত্র একটা পরামর্শ। আল্লাহ চাইলে কবুল করতেও পারেন আবার না ও করতে পারেন।এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই।বরং এগুলো নেককার বান্দাদের কিছু দ্বীনী পরামর্শ মাত্র।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাউকে নির্দিষ্ট না করে বরং আল্লাহর কাছে এভাবে দু'আ করাই উচিৎ যে, হে আল্লাহ! আপনি আমার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণকর স্ত্রীর ব্যবস্থা করে দিন।
(৩)খাবারের ক্ষেত্রে খাবার গ্রহণের পূর্বে দুনু হাত ধৌত করা সুন্নত।
(৪)
আপনার ঐ বোনের যদি তালাকের অধিকার থাকে, এবং সে নিজের উপর তালাক গ্রহণ করেছে বলে লেটার লিখে পাঠায়, তাহলে তালাক হবে।যদি তিন তালাক গ্রহণ করেছে বলে লিখে পাঠায়, তাহলে তারা স্বামী স্ত্রী হিসেবে আর কখনো একত্রিত হতে পারবে না।
(৫)অতিরিক্ত নেয়া জায়েয হবে না।মালিককে ফিরিয়ে দিতে হবে।
(৬)
যেই সমস্ত খানা তিন আঙ্গুল দ্বারা খাওয়া সম্ভব সেগুলোকে তিন আঙ্গুল দ্বারা খাওয়া সুন্নত। তবে যেগুলো তিন আঙ্গুল দ্বারা সম্ভব হবে না, সেগুলোকে পাঁচ আঙ্গুল দ্বারা গ্রহণ উচিৎ। এক্ষত্র সুন্নতের খেলাফ হবে না।
مکتبہ امدادیة، ملتان)
الأکل بالثلاث سنۃ فلا یضم إلیہا الرابعۃ، والخامسۃ إلا لضرورۃ وفي حدیث مرسل أنہ صلی اﷲ علیہ وسلم کان إذا أکل أکل بخمس؛ ولعلہ محمول علی المائع، أو علی القلیل النادر۔۔۔۔ فإن عادتہ في أکثر الأوقات ہو الأکل بثلاث أصابع۔
تکملۃ فتح الملہم: (23/4، ط: اشرفیہ دیوبند)
(৭)মুহাররম মাসে ১০ দিন রোজা রাখা যাবে। তবে এগুলো নফল হিসেবে বিবেচিত হবে।শুধুমাত্র আশুরার রোযাটাই সুন্নত হিসেবে বিবেচিত হবে।