ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার আম্মুর টাকা আম্মুর অনুমতি ব্যতিত কাউকে ঋণ দিতে পারবেন না। ঋণ দেওয়া জায়েয হবে না।মায়ের টাকাতে মায়ের অনুমতি ব্যতিত অন্যকে ঋণ দেওয়া, আমানতের খেয়ানতের মতই।
الفتاوى الهندية (4/ 338):
’’ الوديعة لاتودع ولاتعار ولاتؤاجر ولاترهن، وإن فعل شيئًا منها ضمن، كذا في البحر الرائق. ‘‘
فتاویٰ محمودیہ میں ہے:
’’مسجد کا پیسہ متولی کے پاس امانت ہوتا ہے، اس میں اور کسی قسم کا تصرف کرنا روزگار وغیرہ میں لگانا جائز نہیں۔ مسجد کی رقم متولی کے پاس امانت ہے، کسی کو بیوپار کے لیے دینے کا اس کو حق نہیں‘‘۔(باب احکام المساجد، ج:۱۵، ص:۸۰)
(২)
অফিসে কাজ কম বা কাজ না থাকার কারণে লম্বা নামায পড়ায় কারো হক নষ্ট হবে না।
(৩)
আপনি কম্পানির নিকট ব্যবহৃত ডিটারজেন্ট পাওডারের সমপরিমাণ টাকা জমা দিয়ে দিবেন।অথবা তাদের কাছ থেকে ক্ষমা করিয়ে নিবেন।কিংবা সেই পরিমাণ টাকা সদকাহ করে দিবেন।