ইচ্ছেকৃত সাহু সিজদাহ দিলে নামাজ ভেঙে যাবে?
অনিচ্ছাকৃত কেউ যদি ইমান ভঙ্গের কথা বলে ফেলে তাহলে কি বিবাহ ভেঙে যাবে??
আর যারা ইচ্ছেকৃতভাবে বলে,,
ইমান ভঙ্গ হয়ে গেলে পরবর্তীতে কি বিবাহ করতে হবে,,নাকি বিবাহ করলে বিবাহ জায়েজ হবে না?
আমার ওয়াইফাই পাসওয়ার্ড অন্যজনকে দিলে,,এবং অর্ধেক বিল সে যদি দেয়,,আর সে যদি নাটক দেখে,,গান শুনে তাহলে কি আমার গুনাহ হবে।
আমার ৩ বোন,,৩ জনেরই স্বর্নের গয়না আছে,,সাথে কিছু টাকাও থাকে।।আমরা স্টুডেন্ট।। এখন তো কুরবানি ওয়াজিব,,এখন তো কুরবানি দিতে পারি না,,পরবর্তীতে যদি নিজের সামর্থ্য থাকে,, তখন কি আদায় করতে পারব।।আর কিভাবে আদায় করব
আমি আব্বারে বলছি এই গয়না গুলো তুমারে দিয়ে দিলাম,,তোমার যা ইচ্ছে তাই করতে পারো।।মন থেকেই বলছি,,আব্বা ও বলছে,,এগুলো তো আমারি,,এখন কি কুরবানি ওয়াজিব হবে??