আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
169 views
in সালাত(Prayer) by (64 points)
আসসালামু  আলাইকুম।

1)তাশাহুদ পড়ার আগে কোন তাজবীরহ পড়ে ফেললে, যেমন আল্লাহুম্মা মাগফিরলি রব্বিগফিরলি বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম পড়লে কি সাহু সিজদা দিতে হবে? কেউ যদি সাহু সিজদা দেয় তাহলে কি তার নামায আবার পড়তে হবে?

2) রুকুতে ও রুকু  থেকে দাঁড়িয়ে দোয়া করা যাবে?

1 Answer

0 votes
by (675,600 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

1552 - حدثنا أبو بكرة، قال: ثنا أبو عاصم، قال: ثنا ابن جريج، قال: قلت لنافع: كيف كان ابن عمر رضي الله عنهما يتشهد , قال: كان يقول: «بسم الله التحيات لله والصلوات لله , والزاكيات لله , السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين» ثم يتشهد فيقول: «شهدت أن لا إله إلا الله , شهدت أن محمدا رسول الله»
(كتاب الصلاة، باب التشهد في الصلاة , كيف هو؟،ج:1، ص:261، الناشر: عالم الكتب)
সারমর্মঃ
ইবনে জুরায়েয রহঃ বলেন,আমি নাফে' রহঃ কে জিজ্ঞাসা করলাম,ইবনে ওমর রাযিঃ কিভাবে তাশাহুদ পড়তেন?
তিনি বললেনঃ 
بسم الله التحيات لله والصلوات لله , والزاكيات لله , السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين» ثم يتشهد فيقول: «شهدت أن لا إله إلا الله , شهدت أن محمدا رسول الله»
,
★সুতরাং বুঝা গেলো যে তাশাহুদে বা তার আগে বিসমিল্লাহ পড়া যাবে। 


وفی حاشية الطحطاوي على مراقي الفلاح:
ولو قرأ آية في الركوع أو السجود أو القومة فعليه السهو ولو قرأ في القعود ان قرأ قبل التشهد في القعدتين فعليه السهو لترك واجب الابتداء بالتشهد أول الجلوس۔
(باب سجود السهو، ص: 461، الناشر: دار الكتب العلمية)
সারমর্মঃ
যদি কেহ রুকু/সেজদা/বৈঠকে এক আয়াত পড়ে,তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে। 

إذا فرغ من التشھد وقرأ الفاتحۃ فلا سھو علیہ ۔۔۔ إذا قرأ الفاتحۃ ثم التشھد کان علیہ السھو ‘‘
 الفتاوی الھندیۃ: ۱/۱۲۷،   : البحر الرائق : ۲/۱۷۲۔
সারমর্মঃ
যদি তাশাহুদের পূর্বে সুরা ফাতেহা পাঠ করে,তাহলে সেজদায়ে সাহু আবশ্যকীয় হবে। 

শরীয়তের বিধান হলো তাশাহুদের পূর্বে সুরা ফাতেহা পড়ার দ্বারা সেজদায়ে সাহু ওয়াজিব হয়।
(কিতাবুল ফাতওয়া ২/৩১০)
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত সতর্কতামূলক সেজদায়ে সাহু দেওয়াতে নামাজ হয়ে গিয়েছে 
উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবেনা।  

(০২)
শরীয়তের বিধান মতে রুকুতে বা রুকু থেকে উঠার পর কোনো দোয়া করা যাবেনা।

তবে রুকুতে তাসবিহ পড়া যাবে।

 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে রুকুতে গিয়ে বলতেন:
سبحانك اللهمّ ربنا وبحمدك اللهمّ اغفر لي
(অনুবাদ: হে আল্লাহ্! হে আমাদের রব্ব! আমি আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ্! আমাকে ক্ষমা করে দিন।)[সহিহ বুখারী (৭৬১) ও সহিহ মুসলিমে (৪৮৪) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত]
ইমাম বুখারী (রহঃ) তাঁর সহিহ গ্রন্থে এ হাদিসের শিরোনাম দিয়েছেন এভাবে: "রুকুর দোয়া শীর্ষক পরিচ্ছেদ"।

রুকু থেকে উঠার পর তাহমিদ পাঠ করা যাবে।

আব্দুল্লাহ বিন আবি আওফা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেন:
  اللهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاءِ ، وَمِلْءُ الْأَرْضِ ، وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ ، اللهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ ، اللهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الْوَسَخِ  

(অনুবাদ: হে আল্লাহ্! আপনার প্রশংসা আসমান পূর্ণ করে, জমিন পূর্ণ করে, আর এর পরে যা পূর্ণ করা আপনার ইচ্ছা তা পূর্ণ করে। হে আল্লাহ্! আমাকে পবিত্র করুন বরফ দিয়ে, শিলা দিয়ে এবং ঠাণ্ডা পানি দিয়ে। হে আল্লাহ্! আমাকে গুনাহ ও ভুল-ভ্রান্তি থেকে পবিত্র করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে নির্মল করা হয়)[সহিহ মুসলিম (৪৭৬)]


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 440 views
0 votes
1 answer 332 views
...