আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমি একজন সাবেক কলেজের ছাত্রী।আল্লাহর অনুগ্রহে কলেজ অধ্যায়ন কালেই আমার দ্বীনের বুঝ আসে।ফলে কলেজে ভর্তি হওয়ার দুই মাস পূর্ণ না হতেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জেনারেল লাইন থেকে সরে আসার সংকল্প করি।তারপর আম্মু আব্বুর সাথে জেদ করে তাদের বুঝিয়ে কোনোভাবে মাদ্রাসায় ভর্তি হই।
আমার মাদ্রাসা তে ভর্তি হতে অনেক সংগ্রাম করতে হয়।কারণ আমার পরিবারের দ্বীন শুধু মাত্র নামাজ,রোজা, বাইরে যাওয়ার সময় বোরকা পড়া আর সুন্নতি দাড়ি রাখা পর্যন্তই।
আমাকে তেমন সাপোর্ট করে না ফ্যামিলি থেকে।কিন্তু মাদ্রাসা এটা বুঝে না সেখান থেকে আমাকে পুরোপুরি ভাবে সুন্নতি জীবনযাপন করার জন্য চাপ দেওয়া হয়। মাদ্রাসার সকল নিয়ম কানুন মেনে চলতে চাপ দেওয়া হয় যা আমি আমার পরিবারের কারণে পারিনা। তাদেরকে আমার পরিবারের কথা বললে শুধু বলে 'দুআ করে যাও আর দ্বীনের দাওয়াত দাও।'আমার নিজের ইলম ও অত বেশি না আবার আমার নিজেরই দাওয়াতী কাজের তেমন জ্ঞান নেই তাও আবার মুরুব্বিদের ক্ষেত্রে কিভাবে দ্বীনের দাওয়াত দিতে হয় দ্বীনের বুঝ দিতে হয় তা তো আরো বেশি জানা নেই।আমি আমার মত চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমি চাইলেই তাদের হিদায়াত দিতে পারবো না শুধু মাত্র চেষ্টা ছাড়া।আর এদিকে এই মডারেট দ্বীন পালন করা পরিবেশে থেকে আমার সব সময় হিদায়েতের পথ থেকে বিচ্চুত হওয়ার ভয় লেগেই থাকে।পর্দা,বাজনা থেকে বেঁচে থাকা,সুন্নতি জীবনযাপন করা,আরো ডিসিপ্লিনড হওয়া এসব কোনোটাই হচ্ছে না বাসায় থেকে।এছাড়া আরো কিছু সমস্যা আছে।
আর আমার বারবার মনে হয় যে আল্লাহ আমাকে ইঙ্গিত করছে আবাসিক মাদ্রাসা তে চলে যাওয়ার জন্য।কেননা আমি ইস্তেখারা করার পর সেদিন ই এমন কিছু ঘটে যা আমাকে আরো বেশি রিয়ালাইজ করায় আবাসিক মাদ্রাসায় থেকে পড়াটা হয়ত উত্তম হবে।আর আমি আশা করি সেখানে থেকে পড়লে আল্লাহ্ চাইলে একটা দ্বীনি পরিবেশে থাকতে পারবো,সেখানে থেকে আদব কায়দা শিখতে পারবো,সুন্নতি তরিকায় কিভাবে সারাদিন চলতে হয় তা শিখতে পারবো,উস্তাজাদের সোহবতে থাকতে পারবো,দ্বীনের দাওয়াত কিভাবে ব্যাক্তি বিশেষে দিতে হয় তা শিখতে পারবো যদি আল্লাহ চাহেন তো।
কিন্তু আমার এই মাদ্রাসায় ভর্তি হয়েছি দেড় মাস হয়েছে মাত্র।এর মাঝেই আবারও এক মাদ্রাসা ছেড়ে চলে আসবো!!
কিন্তু এখন আমি আবাসিক মাদ্রাসায় যাওয়া ছাড়া অন্য কোনো উপায় দেখছিও না আবার আমি আর নিজের উপর আস্থা রাখতে পারছি না মনে হচ্ছে এইবারও আমার দ্বারা ভুল সিদ্ধান্তই নেওয়া হবে।অথবা আমি আবাসিক মাদ্রাসায় টিকতে পারবো না।
আমি হয়ত তিন/চার দিন ইস্তেখারা করেছি।কিন্তু একাধারে না।আমি এইবার চাই আমার দ্বারা যেনো ভুল না হয় এবং আমার সিদ্ধান্তের জন্য যেনো আফসোস না করতে হয়।এখন আবাসিক মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত পজিটিভ মনে হলেও আমার আশঙ্কা হচ্ছে না জানি আবার কোনো জটিলতা দেখা দেয়।আমি খুবই আশাহত নিজের প্রতিই।
আমি এখন কি করতে পারি?