আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন। একটা ব্যাপারে আমি ইসলামের বিধান জানতে চাই।
আমি দেশের বাহিরে থাকি, এইখানে ব্যাবসা করি। আমার এইখানে অনেক ভাই এমন আছে যারা অবৈধভাবে বসবাস করে বা কাজ কর্ম করে। তারা চাইলেই বাংলাদেশ টাকা পাঠাতে পারে না।
সে ক্ষেত্রে আমি তাদের টাকা বাংলাদেশে পাঠিয়ে দেই। বলে রাখা ভালো তাদের কাছ থেকে আমি কোনো সার্ভিস চার্জ নেই না। ইন্টার নেটে যেই রেইট দেখায় তার থেকে কয়ে পয়সা কম রেইট দেই। অবশ্য ব্যাংকে পঠালে কমই পাওয়া যায় ।
আর এই কম দেয়ার কারন হলো,,,বাংলাদেশ থেকে যিনি তাদের একাউন্ট এ টাকা গুলো সেন্ড করে উনাকে ব্যাংক এ গিয়ে পাঠাতে হয় সাথে ব্যাংক এর চার্জ ও দিতে হয়।
প্রথম দিকে আমি ইন্টারনেটের রেইট যা তাই দিতাম,,,কিন্তু যেহেতু আমার এইখানে নিজের ব্যাবসা আছে,,আর কাজের জন্য অনেক সময় ব্যয় হয়। তাই সব দিক থেকে বিবেচনা করার পর আমি ইন্টার নেটের রেইটের থেকে কম দেই।
যেই টাকা অতিরিক্ত থাকে তা বাংলাদেশের অই ব্যাক্তিকে দেয়ার পরেও কিছু টাকা বেছে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই টাকা কি আমার জন্য ব্যাবহার করা জায়েজ হবে???
আমার দ্বিতীয় প্রশ্ন,
বাংলাদেশে আমার এক পার্টি আছে যে ভিন্ন দেশ থেকে মেশিনারিজ কিনে। সে চায়ানা থেকে গাড়ি কিনে। কিন্তু সমস্যা হলো উনি সরাসরি চায়নার মালিক কে টাকা পে করতে পারে না। যেহেত বাংলাদেশ থেকে সরাসরি টীটি হয় না। এই ক্ষেত্রে এলসি করা লাগে। ভিবিন্ন কারনে এলসি করা জামেলা।
উনার এই টাকা পে করার জন্য আমি উনাকে থার্ড পার্টির ব্যাবস্থা করে দেই,,,যিনি হুন্ডির মাধ্যমে চায়ানাতে টাকা গুলো পে করে দেয়। সেই ক্ষেত্রে মধ্যস্তকারি হিসেবে আমার একটা এমাউন্ট থাকে।
আমার প্রশ্ন হলো,,,এই টাকা কি আমার জন্য হালাল হবে কি না??