আসসালামু আলাইকুম,
ইমান নিয়ে জানার জন্য প্রশ্ন হুজুরের কাছে,
প্রশ্ন ১: একজন লোক বিপদে পড়ে ঘরের ভিতর নির্জনে একা কেউ ছিলো না রুমে তখন মুখ দিয়ে আল্লাহকে বলছে,,,," আল্লাহ তোর কি দয়া মায়া নাই" তুই কি আমার দুংখ দেখতে পাস না", কিছুক্ষণ পড়ে সে তওবা করে অনুশোচনা করেছে যে রাগের মাথায় কথা গুলো বলেছে
এই কথার জন্য তোর ইমানে সমস্যা হবে???তার বিয়ে রিনিউ করতে হবে???
প্রশ্ন ২: রাগের মাথায় আল্লাহকে ওসব কথাগুলা তার বিয়ের আগে বলছে,,,পরবর্তীতে সে তওবা করে বিয়ে করলে তার বিয়েতে কোন সমস্যা হবে???
প্রশ্ন ৩: সে বিয়ের আগে আল্লাহকে ওসব কথা বলছে না বিয়ের পর এরকম সন্দেহ আর ওয়াসওয়াসা থাকলে কি তার নতুন করে বিয়া পড়িয়ে নিতে হবে???
তার মনের প্রবল ধারনা যে সে বিয়ের আগে বলেছে এবং সে তওবা করেছে।
প্রশ্ন ৪: তার মনের ভিতর সন্দেহ আর ওয়াসওয়াসা হচ্ছে,আল্লাহকে সে কখোনো রাগ করে গালি দিয়েছিলো নাকি বিয়ের পর তার ভিতর ওয়াসওয়াসা আর সন্দেহ হচ্ছে যে তার বিয়ে ভেঙে গেলো নাকি। এ জন্য তার ইমান ঠিক থাকবে?তার বিয়ে রিনিউ করতে হবে?
প্রশ্ন ৫: সে কি মনে মনে বলেছে না উচ্চারণ করে আল্লাহকে গালি দিছে( নাউজুবিল্লাহ) এ নিয়ে সন্দেহ আর ও ওয়াসওয়াসা থাকলে তার ইমানে সমস্যা হবে??
প্রশ্ন ৬: শায়েক আহমাদ উল্লাহ হুজুর,,,ড: আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছেন আপনি ভুল করে আল্লাহকে গালি দিয়েছেন,,,আপনি তওবা করলে আপনি আগের থেকে আল্লাহর কাছে আরো বেশি চলে যাবেন এবং ইমান আরো মজবুত হবে।
ডা: মোহাম্মদ মানজুরে ইলাহি হুজুর বলেছেন আল্লাহকে কেউ ভুলবশত গালি দিলে সে যেনো তওবা করে কারন আল্লাহ ক্ষমাশীল।
মানুষ ভুল করে আল্লাহ ক্ষমা করে।এতে বিয়ে ভেঙে যায় না। কারন সাহাবায়ে কেরাম রা নাকি ইসলাম গ্রহন করার পর নতুন করে তারা বিয়ে রিনিউ করেন নি। ওনারা বলেছে বিয়ে রিনিউ করতে হবে না।।.......ওনাদের কথা কি সঠিক সেই অনুযায়ী আমল করা যাবে??
প্রশ্ন ৭ : কোন পুরুষ ভুলবশত রাগের মাথায় একা নির্জনে রুমের ভিতর আল্লাহকে গালি দিয়ে যদি তওবা করে অনুশোচনা করে যে কখোনো এরকম বলবে না,,,তারপরও কি তার স্ত্রীর সাথে নতুন করে বিয়ে পড়তে হবে??
না তওবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার স্ত্রীর সাথে সংসার করতে পারবে???