আসসালমুআলাইকুম শায়েখ,
হুজুর চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে,আমি একজন চূড়ান্ত পর্যায়ের ওয়াসওয়াসা গ্রস্ত মানুষ। আমার পুরোনো কথা মনে হচ্ছে , অনেক বছর আগের কথা মনে পড়ছে , দিয়ে চিন্তা হচ্ছে। বিশেষ ভাবে অনুরোধ করছি , আমাকে একটু চিন্তা মুক্ত করুন।
আজ থেকে ৮ বছর পূর্বে যখন আমার বয়স ১৫ কি ১৬ হবে তখন আমি নবম ক্লাস এ পড়তাম, ছোটো ছিলাম দ্বীনের বুদ্ধি ছিল না, । সেই সময় আমি কাউকে এমন কথা বলেছি বলে মনে হচ্ছে, কিন্তু সঠিক ভাবে মনে পড়ছে না, কিন্তু আমার মনে হচ্ছে আমি বলেছি, কিন্তু কাকে বলেছি কখন বলেছি সেটা মনে পড়ছে না, আদেও বলেছি কিনা সেটা মনে নেই, কিন্তু বলেছি বলে সন্দেহ হচ্ছে । কথাটা হলো, -----
"আমি মুসলিম, হিন্দু, খ্রীষ্টান সব" আস্তাগিরুল্লাহ বা এমন বলেছি হয়ত , "আমি সব ধর্ম মানি" এমনি মুখের কথা বলেছি কিন্তু কখনো ইসলাম ছাড়া আমি আর কোনো ধর্ম কে মানিনা।
হুজুর দ্বীনের বুদ্ধি ছিলনা সেইসময় , ছোটো ছিলাম ভুল করে বলেছি। কোনো মুভি দেখেছি আবেগে বলেছি হয়ত। হুজুর না জেনে না বুঝে ভুল হয়েছে।
এই ঘটনা ৮ বছর হয়ে গেল, এখন মনে পড়ছে দিয়ে খুবই দুশচিন্তা হচ্ছে ঈমান চলে যাবে নাকি তাই বলে, হুজুর অনেক দিন হলো, তার পর সেই কথা ভুলে গিয়ে সাধারণ জীবন যাপন করেছি, নামাজ পড়েছি, ভুল হলে তৌবা করেছি, আল্লাহর কাছে মাফ চেয়েছি। কালেমা পড়েছি। আর বিয়ের পর এই বিষয় টা মাথায় এসেছে তখন থেকে অনেক তৌবা করেছি , আল্লাহর কাছে মাফ চেয়েছি , কালেমা সাহাদাত পড়েছি । কিছু মাস হলো বিয়ে করেছি , বিয়ের আগে অনেক বার কালেমা সাহাদাত পড়েছি। আল্লাহর কাছে মাফ চেয়েছি।
১. হুজুর ওই ঘটনার জন্য কি আমার ঈমান চলে গিয়েছিল?
২. হুজুর অনেক দিন আগের ঘটনা, যা হয়েছে ভুল বসত হয়ে ছিল , তার পর তো অনেক নামাজ পড়েছি, কালেমা সাহাদাত পড়েছি এই ঘটনা কে উদ্দেশ্য করে কালেমা সাহাদাত পাঠ করিনি, এমনি কালেমা সাহাদাত পাঠ করেছি, ঈমান নিয়ে চিন্তা হলে কালেমা সাহাদাত পাঠ করেছি। । এখন হুজুর আমার ঈমান ঠিক আছে তো? আমাকে কি নতুন করে আবার ঈমান আনতে হবে? আমি তো কালেমা সাহাদাত পড়েছি।
৩. হুজুর বিয়ের আগে কালেমা সাহাদাত পড়েছি, আল্লাহর কাছে মাফ চেয়েছি, তৌবা করেছি, এবং বিয়ের সময় ও কালেমা সাহাদাত পড়েছি, দিয়ে বিয়ে করেছি। এই কথা মনে হলেই আমি কালেমা সাহাদাত পড়ি, আর তৌবা করি। অনেক দিন আগের কথা বিয়ে এর অনেক আগের কথা , । তার পর তো অনেক বার কালেমা সাহাদাত পড়েছি।
***হুজুর আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো ? ***আমার বিয়ে শুদ্ধ হয়েছে তো?
*** হুজুর আমাকে কি পুনরায় বিবাহ পড়তে হবে? হুজুর এখন আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে?
৪. হুজুর আমার আগের সমস্ত আমল কি বাতিল হয়ে যাবে?
৫. হুজুর আমি প্রস্রাব করছিলাম, হটাৎ মনে পড়ে স্বপ্নে প্রস্রাব করছিলাম , দিয়ে সেই কথা মনে হয়। এমন ভাবতে ভাবতে মনে হচ্ছিল স্বপ্নে আর কি দেখেছি , দিয়ে মনে মনে নবী সাঃ এর কথা মনে হয়, দিয়ে প্রস্রাব করার সময় নবী সা: এর কথা মনে হয় , মনে মনে কল্পনা হয়। । দিয়ে যখন ই আমার মনে হয় , সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়ি। হুজুর প্রস্রাব করার সময় এমন মনে হয়েছে এর জন্য কি ঈমান চলে যাবে?
৬. হুজুর হটাৎ আমি নবী সাঃ এর মিরাজ এর কথা ভাবছিলাম আর কল্পনা করছিলাম, দিয়ে কেমন একটা সন্দেহ হচ্ছিল আস্তাগফিরুল্লাহ, , সঙ্গে সঙ্গে তওবা করেছি। আমি বিশ্বাস করি নবী সাঃ এর সমস্ত কথা, শয়তানের ওয়াসওয়াসা এর জন্য এমন হলে কি ঈমান চলে যাবে?