জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
رَبّ ج أَرْبَاب ، رُبُوب
[রব্] শব্দের অর্থঃ-
প্রভু
মনিব
কর্তা
মালিক
প্রতিপালক
অভিভাবক
প্রধান।
مُصْطَفَى مث مُصْطَفَاة [صفي]
[মুছ্তফা] শব্দের অর্থঃ-
বাছাই-কৃত
মনোনীত
পছন্দনীয়
প্রিয়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মুস্তফা দ্বারা এখানে রাসুলুল্লাহ সাঃ উদ্দেশ্য।
এখানে মুযাফ, মুযাফ ইলাইহির তারকিব হবে।
অর্থ হবে, হে মুস্তফা সাঃ এর রব, (হে রাসুলুল্লাহ সাঃ এর প্রতিপালক)।
সুতরাং এক্ষেত্রে ইয়া এখানে রাব্বে মোস্তফা বলা যাবে। কোনো সমস্যা নেই।
"ইয়া রাব্বে মোস্তফা তু মুঝে হাজ্জ পে বুলা"
এর অর্থ হবে,হে মুস্তফা সাঃ এর রব, তুমি আমাকে হজ্জের জন্য ডেকে নাও, (আহবান করো)।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,