১.বিতরের সালাতের ৩য় রাকআতে তাকবীর দিয়ে দু'আ কুনুত পড়ার বদলে ভুলবশত সুবহানা রব্বিয়াল আযীম পড়তে থাকি। টের পেয়ে দু'আ পড়ি তারপর সাহু সিজদা দিয়ে নিই শেষে।
নামাজ কি ফাসিদ হয়েছে না সহীহ হয়েছে?
২. কেউ তার শ্বাশুড়ি তার সাথে কত অন্যায় করে সেটা আমার কাছে বলতে থাকি,আমি যদি বলি গীবত হচ্ছে সে বলে না গীবত না, কারণ কুৎসা রটাতে বলছি না,আমার কষ্ট বলছি।
কিন্তু সে যে শব্দাবলী ব্যবহার করে ঘটনা বলতে গিয়ে, তা শ্বাশুড়ি শুনলে কষ্ট পেত
উল্লেখ্য, শ্বাশুড়িকে আমি ব্যক্তিগতভাবে চিনি না।দেখা ও হয়নি। সে ও আমাকে চিনে না।
এখানে কি এটা গীবত হচ্ছে?