আস-সালামু আলাইকুম। আমি পলিটেকনিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ১ম সেমিস্টারে একটা বেসরকারি প্রতিষ্ঠানে পড়ি। তো আমাদের নাকি উপবৃত্তি দিবে বলেছিল। তো কয়দিন আগে উপবৃত্তি এর জন্য কিছু কাগজপত্র জমা দিতে বলেছিল, আর আমি সেই কাগজপত্র গুলো জমা দিয়েও এসেছি। তো এই উপবৃত্তি এর টাকা পাওয়ার জন্য আমি কি কি আমল করতে পারি? আর পাশাপাশি আমাকে এমন কিছু আমল ও দিয়েন যেই আমল গুলোর যেকোনো একটা আমল করলেই যদি আল্লাহ চায় তাহলে আমি উপবৃত্তির টাকা পাবো ইন শা' আল্লাহ।