আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
131 views
in সালাত(Prayer) by (36 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১.গতকাল জোহরের নামাজের সময় দ্বিতীয় রাকাতে আমার রাকাত সংখ্যা নিয়ে একটু সন্দেহ হয়। আমি প্রায় নিশ্চিত ছিলাম আমার ভুল হয়নি। তারপরেও মনে শান্তনার জন্য আমি মনে মনে নিয়ত সাহু সিজদা দেওয়ার নিয়ত করি। এরপরে আবার তৃতীয় রাকাতে আমার সিজদা সংখ্যা নিয়ে সন্দেহ হয়। আমি প্রায় সিওর ছিলাম আমার সিজদা সংখ্যা ভুল হয়নি। পাশের থেকে একজন কথা বলল আর আমি ভুলে গেলাম সিজদা সংখ্যা । আর আমি জানিনা যে একই নামাজে দুইবার সন্দেহের জন্য কি করনীয়??? আর আমার ওয়াসওয়াসার সমস্যাও আছে। আগে অনেক বেশি ছিল। এখন একটু কমেছে। সব মিলে আমি নামাজ শেষে শুধু রাকাত সংখ্যার জন্য সাহু সেজদা দিই। সিজদা সংখ্যার জন্য আর  দিইনি। আবার নামাজ টা কি হয়েছে?? নাকি পুনরায়  আদায় করতে হবে। যদি আদায় করি তাহলে কখন আদায় করব যদিও নামাজটি পুনরায় আদায় করি হলে কি ওই নামাজটা না পড়ার  গুনাহ হবে??
২.আমার একটু ওয়াসওয়াসার সমস্যা আছে। নামাজের মধ্যে প্রায় রাকাত সংখ্যা, সিজদা সংখ্যা  ভুলে যায়। কিন্তু আপনাদের এখানে প্রশ্ন করলে উত্তরে বলা হয় যতবারই রাকাত সংখ্যা,, সিজদা সংখ্যা ভুলে যাব,,ততবারই  সাহু সিজদা দিতে হবে।  কিন্তু আমি ইউটিউবে আবু বকর জাকারিয়া ও শায়েখ আহমাদুল্লাহ এই দুইজনের ভিডিওতে দেখলাম  প্রায় রাকাত সংখ্যা ও সেজদা সংখ্যা নিয়ে সন্দেহ  হলে  সাহু সিজদা দিতে হবে না। পাত্তা দিবে না। এখন আপনাদের এখানে প্রশ্ন করলে সাহু সেজদা দেওয়ার কথা বলা হয়। এ বিষয়ে একটু ব্যাখ্যা করবেন।
৩.অনেক সময় একই নামাজে একাধিক বিষয় নিয়ে সন্দেহ হয়। যেমন উপরের প্রশ্নে আমি বলেছি,, একই নামাজে একবার রাকাত সংখ্যা একবার সিজদা সংখ্যা দিয়ে সন্দেহ  হয়। আবার অনেক সময় একই নামাজে একাধিকবার সিজদা সংখ্যা নিয়ে অথবা  রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়। এক্ষেত্রে কি করনীয়?? এক্ষেত্রে কি একবার সাহু সিজদা দেওয়াই যথেষ্ট??
৪.আমি বুঝতে পারছি না যে নামাজের মধ্যে সন্দেহ গুলো হয় মূলত আমার অমনোযোগীতার কারণে নাকি ওয়াসওয়াসার কারণে??? যেমন নামাজের মধ্যে আমি যদি ১-২ সেকেন্ডের জন্য অন্যমনস্ক হয়ে যায় তাহলেই আমি ভুলে যাই আমি কোন রাকাতে আছি বা কোন সিজদায় আছি?? এখন পুরো নামাজে তো আর মনোযোগ পরিপূর্ণভাবে ধরে রাখা সম্ভব নয়। এক্ষেত্রে আমি যদি সাহু সেজদা  না দিয়ে যেটির উপর প্রবল  ধারণা সেইটার উপরে আমল করি তাহলে কি হবে?? আমার মেমোরি কিন্তু দুর্বল নয়। অন্য সবকিছু আমি মনে রাখতে পারি কিন্তু ফরজ নামাজে দাঁড়ালে আমার প্রায় এরকম হয়। এক্ষেত্রে আমি এ বিষয়টা কি পাত্তা না দিয়ে সাহু সিজদা এড়িয়ে চলব?? নাকি কি করব??
৫.অনেক সময় নামাজের মধ্যে কোন রাকাত সংখ্যা এবং সেজদা সংখ্যার দিকে আমার প্রবল ধারণা হয় এক্ষেত্রেও কি  সাহু সেজদা লাগবে নাকি শুধু প্রবল ধারণার উপর আমল করলেই হবে?? কেউ যদি সাহু সিজদা না দিয়ে শুধু প্রবল ধারণার উপর আমল করে তাহলে কি নামাজ হবে??

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি সন্দেহের ভিত্তিতে সাহু সিজদা (যা ওয়াজিব হয়নি) দুই সালাম ফিরিয়ে দেয়া হয়ে থাকে, তাহলে নামায হয়ে যাবে।আর যদি এক সালাম ফিরিয়ে দেয়া হয়, তাহলে উক্ত নামাযকে দোহড়াতে হবে (কিতাবুন-নাওয়যিল-৩/৬৩৯)"


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি সন্দেহের কারণে সাহু সিজদা দিয়ে থাকেন,এবং এক সিজদা দেয়ার পর সাহু সিজদা করে থাকেন, তাহলে আপনি ঐ নামাযকে আবার দোহড়িয়ে পড়ে নিবেন।

(২)
সন্দেহের কারণে সাহু সিজদা আসে না।বরং নামাযে তিন তাসবিহ সমপরিমাণ চিন্তা করার কারণে সাহু সিজদা এসে থাকে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1797

(৩)
একই নামাযে একাধিকবার সন্দেহের কারণে যদি একাধিকবার তিন তাসবিহ সমপরিমাণ সময় নিয়ে চিন্তা করেন, তাহলে একবারই সাহু সিজদা আসবে।

(৪)
আপনি সন্দেহকে এড়িয়ে মনের প্রবল ধারণার ভিত্তিতে  নামাযকে পড়ে নিবেন।

(৫)
যদি তিন তাসবিহ সমপরিমাণ সময় চিন্তা করা ব্যতিত আপনি প্রবল ধারণার উপর আমল করতে পারেন, তাহলে সাহু সিজদা আসবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,400 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 437 views
...