ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি সন্দেহের ভিত্তিতে সাহু সিজদা (যা ওয়াজিব হয়নি) দুই সালাম ফিরিয়ে দেয়া হয়ে থাকে, তাহলে নামায হয়ে যাবে।আর যদি এক সালাম ফিরিয়ে দেয়া হয়, তাহলে উক্ত নামাযকে দোহড়াতে হবে (কিতাবুন-নাওয়যিল-৩/৬৩৯)"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি সন্দেহের কারণে সাহু সিজদা দিয়ে থাকেন,এবং এক সিজদা দেয়ার পর সাহু সিজদা করে থাকেন, তাহলে আপনি ঐ নামাযকে আবার দোহড়িয়ে পড়ে নিবেন।
(২)
সন্দেহের কারণে সাহু সিজদা আসে না।বরং নামাযে তিন তাসবিহ সমপরিমাণ চিন্তা করার কারণে সাহু সিজদা এসে থাকে।
(৩)
একই নামাযে একাধিকবার সন্দেহের কারণে যদি একাধিকবার তিন তাসবিহ সমপরিমাণ সময় নিয়ে চিন্তা করেন, তাহলে একবারই সাহু সিজদা আসবে।
(৪)
আপনি সন্দেহকে এড়িয়ে মনের প্রবল ধারণার ভিত্তিতে নামাযকে পড়ে নিবেন।
(৫)
যদি তিন তাসবিহ সমপরিমাণ সময় চিন্তা করা ব্যতিত আপনি প্রবল ধারণার উপর আমল করতে পারেন, তাহলে সাহু সিজদা আসবে না।