আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
133 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
Condom & lubricant import kora ba importer er theke niye sell kora boido hobe ?

shaving gel razor import kora ba sell kora ki jayej hobe ?
baby toys barbie doll, doll house , animal lego , sound toys as like (piano , harmony, ) , action figure ai types baby toys gulo ki sell korte parbo ?

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 


وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ- 


وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا

মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★শরীয়তের বিধান হলো যে সকল বস্তু বৈধ অবৈধ উভয়ক্ষেত্রে ব্যবহারের সুযোগ রয়েছে সে সকল বস্তু বিক্রয়ের ক্ষেত্রে মূলনীতি হলো, বিক্রেতা যদি জানে যে সে সকল বস্তু অবৈধ কাজে ব্যবহার হবে তাহলে তা বিক্রি করা অবৈধ। কারণ এতে মন্দ কাজে সহযোগিতা করা হয়।

আর যদি বিষয়টি বিক্রেতা নিশ্চিতভাবে না জানে তাহলে বিক্রি করা জায়েয।
 (ফিকহুল বুয়ু ১/৩২৪)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কনডম ও লুব্রিকেন্ট উভয়টি বৈধ অবৈধ উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। 
তাই যার ব্যপারে সন্দেহ হবে যে সে অবৈধ ভাবেই ব্যবহার করবে,তাহলে তার কাছে বিক্রয় করা জায়েজ হবেনা।

তবে অবৈধ ক্ষেত্রে এগুলোর ব্যবহারটা যেহেতু ব্যাপক তাই এগুলো বিক্রি করা থেকে বিরত থাকার মাঝেই সতর্কতা রয়েছে।

এক্ষেত্রে পাইকারি সেল বা ইমপোর্ট করা জায়েজ আছে। 

shaving gel razor পাইকারি সেল বা ইমপোর্ট করা জায়েজ আছে। 
খুচরা বিক্রয়ের ক্ষেত্রে কাহারো ব্যপারে দাড়ি সেভ করার প্রবল আশংকা করলে তার কাছে বিক্রয় জায়েজ হবেনা।

baby toys barbie doll, doll house , animal lego
এগুলো বিক্রয় মাকরুহ।
তবে এথেকে ইনকাম হারাম নয়।

আরো জানুনঃ- 

piano , harmony এগুলো বিক্রয় মাকরুহে তাহরিমি।
উপার্জন জায়েজ হবেনা।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 153 views
0 votes
1 answer 237 views
...