মহানবী স. কি মিরাজে আল্লাহ তায়ালা কে দেখেছেন কিনা!
এই ব্যপারে উলামায়ে কেরামদের মাঝে তো মতবিরোধ আছেই,ছাহাবায়ে কেরামদের মাঝেও মতবিরোধ রয়েছে।
,
★হযরত ইবনে আব্বাস রাঃ সহ আরো অনেক ছাহাবায়ে কেরামদের মত হলো রাসুল সাঃ মিরাজে গিয়ে আল্লাহ তায়ালাকে দেখেছেন।
দলিল কুরআনের আয়াত
ولقد راه نزلة أخري
(সুরা নজম ১৩)
হাদীস শরীফে এসেছেঃ-
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” رَأَيْتُ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার রব আল্লাহকে দেখেছি। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২৫৮০, সুনানে কুরবা নাসায়ী, হাদীস নং-১১৪৭৩,মু’জামে ইবনুল আরাবী, হাদীস নং-১৬৮৫,]হাদীসটি সহীহ।
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، كَانَ يَقُولُ: «إِنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَأَى رَبَّهُ مَرَّتَيْنِ: مُرَّةً بِبَصَرِهِ، وَمَرَّةً بِفُؤَادِهِ»
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুইবার দেখেছেন, একবার স্বচক্ষে, আরেকবার অন্তর দ্বারা অনুভব করে। [আলমু’জামুল আওসাত, তাবরানীকৃত, হাদীস নং-৫৭৬১]
’عن ابن عباس ؓ {ماکذب الفواد مارأی ولقد راٰہ نزلۃ اخری }قال راٰہ بفوادہ مرتین‘‘رواہ مسلم
★হযরত আঈশা সিদ্দিকা রাঃ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ দের মত হলো রাসুল সাঃ মিরাজে গিয়ে আল্লাহকে দেখেননি।
তাদের কথা হলো হযরত ইবনে আব্বাস রাঃ যেই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন,এখানে ফেরেশতা জিবরাইল আঃ কে দেখার কথা বলে হয়েছে। আল্লাহকে নয়।
,
সব মিলিয়ে এক্ষেত্রে ৪ টি মতামত পাওয়া যায়।
(০১) রাসুল সাঃ মিরাজে গিয়ে আল্লাহ কে দেখেননি।
(০২) তিনি আল্লাহকে দেখেছেন,তবে এটা কলবের মাধ্যমে।
(০৩) তিনি স্বচক্ষেই আল্লাহ কে দেখেছেন।
(০৪) এক্ষেত্রে কোনো মতের দিকে না গিয়ে চুপ থাকা।
,
★শরহে আকায়ীদ এবং তার ব্যখ্যা গ্রন্থ নিবরাসে রয়েছেঃ-
ثم الصحیح أنہ ﷺ إنما رأی ربہ بفؤادہ أی بقلبہ لا بعینہ اختلف السلف والخلف فیہ علی أقوال،أحدہا إنکار الرؤیۃ وہو قول عائشۃؓ والمشہور عن ابن مسعودؓ وأبی ہریرۃؓ …الخ ‘‘ (ص: ۲۹۵)(۱)
সারমর্মঃ- ছহিহ হলো রাসুল সাঃ কলবের মাধ্যমে আল্লাহ কে দেখেছেন,,,,,।
★মিরকাত গ্রন্থে এসেছেঃঃ-
وقال القاضي عیاضؒ اختلف السلف والخلف ہل رأی نبینا ﷺ ربہ لیلۃ الإسراء؟ فأنکرتہ عائشۃؓ وہو المشہور عن ابن مسعود، (مرقاۃ باب الرؤیا ۳۹۴)
যার সারমর্ম হলো হযরত আঈশা সিদ্দিকা রাঃ কে প্রশ্ন করা হয়েছিলো যে রাসুল সাঃ কি মিরাজের রজনীতে আল্লাহ তায়ালাকে দেখেছেন?
তখন তিনি এটা অস্বীকার করেছেন।
,
★হযরত শফী রহঃ মাআরিফুল কুরআনে সুরা নজমের তাফসিরে,এবং হযরত আশরাফ আলী থানবী রহঃ বয়ানুল কুরআনের সুরা ইসরার তাফসীরে বলেছেন যে এই ক্ষেত্রে আমাদের উত্তম চুপ থাকাই উত্তম।
ফাতাওয়ায়ে রিয়াজুল উলুম ১/২৮৯