১।একবার মনে মনে ভাবছিলাম সবকিছু আল্লাহর তারপর আবার মনে হল সবকিছু নবী সঃ এর যখন এই কথা মনে আসলো তখন সাথে সাথে মনে মনে না করছি বলছি সব কিছু আল্লাহর তাহলে কি আমার ইমান কোনো সমস্যা হবে
২।আমার দোকানের ১ দোকান পর এক হিন্দু ছেলের দোকান সে প্রায় আমার থেকে লাইটার নিয়ে সিগারেট ধরায় আজকে লাইটার নিছে আমি ভাবছি সিগারেট ধরাবে কিন্তু সে দোকানের দিকে চলে যায় একটু পরে মনে হইল সে কি আগর বাতি পুজার জন্য ধরায় তারপর আমি ডাক দেইনি আমি সিওর ছিলামনা এর ধারা কি আমার ইমানে কোনো সমস্যা হবে।?
৩।হিন্দুদের ধর্মীয় উৎসবকে তাদের মন্দির কে ও তাদেরকে মনে মনে কটুবাক্য বা একাকি আওয়াজে বা কোনো মুসলমানদের সামনে ঘৃণা করলে কি গুনাহ হবে?
৪। আমার বউয়ের বিয়ের আগে একটা অবৈধ সম্পর্ক ছিলো তার ফেমিলি আমার সাথে তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় তারপর সে আর ঐ ছেলের সাথে কথা বলেনা আমার ও একটা মেয়ের সাথে সম্পর্ক ছিলো আমার বিয়ের কয়েকবছর পর আমি আবার যোগাযোগ করি আমার বউ ধরে ফেলে তারপর সেও তার বিয়ের আগের প্রেমিকের সঙ্গে কথা বলতে শুরু করে পরে আমার কাছে ধরা খায় জিজ্ঞেস করছি আর বলছে আমি কথা বলছি তাই সে বলছে তারপর তার ফেমিলি কে জানাই তার ফেমিলি তাকে চাপ দেই সে বলছে যে আর কথা বলবে না।সেই ছেলে বিবাহ করছে কিনা সে জানতোনা আমার বউ আমাকে বলছে পরে জানছে সে বিবাহিত জানলে কথা বলতোনা।আমার বউ যে ইমু দিয়ে কথা বলতো সেই আইডি দিয়ে কথা বলতো সেই আইডি হেক করছি সেই ছেলের সাথে কথা হয়না।আমার বউ জানতো যে আমি আইডি হেক করছি।যে মোবাইল দিয়ে আমার বউ কথা বলত হঠাৎ একদিন ফোন দেয় ইমুতে সেই ফোন আমি ধরে বলছি যে আপনারও বাচ্চা হবে ওর ও বাচ্চা হবে ফোন দেওয়ার ধরকার কি এর আগেও কল দিছিলাম আমি বলছিলাম কল না দিতে দুবার ব্লক করে দেয়। সেই ছেলে এখন বিদেশে সম্ভবত। আমার বউয়ের অন্য কোনো মানুষের সাথে কথা বলার সম্ভবনা নেই।ঐ ছেলের সাথে আর কথা বলবে না সে ওয়াদা করছে। এখনো কি বিদেশ গেলে গোনাহ হবে কবিরা গুনাহ নাকি ছগিড়া গুনাহ হবে। মা দোকান দিয়ে দিছে সেখানে লস খাইছি আর দেশে কিছু করার জন্য টাকা দিবেনা বিদেশ গেলে হয়ত দিবে এখন আমার করনীয় কি।
৫।একবার ক্রিকেট খেলছিল টাকা দিয়ে আমিও খেলছি কিন্তু আমি টাকা দেইনি জুয়া হবে বলে তারপর ওসওয়াসা আসছিলো যে জুয়া খেলতেছে তুই খেলতেছোচ আমি উচ্চারণ করে বলছি যে খেলুক পরে মনে হইলো যে আমি কুফরি করলাম কিনা।
৬।আমার সিগারেট খাওয়ার বদঅভ্যাস আছে যদি পান্জাবি টুপি পরে সিগারেট খাই তাহলে কি সুন্নাতের অপমান হবে।
৭।এক ওয়াজে শুনছিলাম যে নবি সঃ এর কাছে এক সাহাবি রঃ পান্জাবি চেয়েছিলো ওনি দিয়ে দিছেন এখন আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি আমার কাছে কিছু চায় আমি যদি নবিজী সঃ এর সুন্নাত কে সম্মান করি কিন্তু জিনিসটা না দেই তাহলে কি আমার গুনাহ হবে?
৮।হিন্দুদের ধর্মীয় উৎসবের গান বাজনা মাইকে বাজানোর কারনে কানে আসলে আমাদের করনীয় কি
৯।হিন্দুদের মন্দির কে কোনো মুসলমানদের সামনে অপবিত্র বলা যাবে কি না
১০।ওসওয়াসার কারনে নামাজ পরতে গেলে বা তাদের মন্দিরের পাশ দিয়ে গেলে মন তাদের মন্দিরের ভিতরে অনিচ্ছায় চলে যায় তাহলে কি আমার ইমান চলে যাবে
১১।ভুলে শিরকি বাক্য বললে বা লিখলে সে কি কাফের বা মুশরিক হয়ে যাবে
১২।উপরোক্ত প্রশ্ন লিখার দ্বারা কি শিরক বা কুফরি কাজ হবে কি