আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি জানতে চাচ্ছি, বাজারে এখন কালার কোডেড কুরআন শরীফ পাওয়া যায়, যেখানে অর্থ, শানে নুজুল, তাফসীর থাকে এবং তিলাওয়াত এর নিয়ম (ক্বলকলা, গুন্নাহ, ইদগাম, ইখফা,ক্বলব) গুলো বিভিন্ন রঙিন করে বোঝানো থাকে।
এই কুরআন তিলাওয়াত করা কি যাবে কিনা? গুনাহ হবে কি না? যেহেতু আমি অনেক দক্ষ নই সেহেতু সতর্কতার জন্য আমি যদি নিয়ম গুলো দেখে পরি জায়েজ হবে কি না?