আসসালামু আলাইকুম।
হুজুর,
আমার প্রচন্ড তালাকের ওয়াসওয়াসা আছে। সবসময় মনে সন্দেহ আসছে। কোন ওয়াসওয়াসা আসলে সেটার উওর না জানা পর্যন্ত আমার খুবই অস্থির লাগে। বুকে ব্যাথা করে। কোন কাজে ফোকাস করতে পারি না।
★ সকালে আমি শুয়ে থাকা অবস্থায় একটু ঠোট খুলে যাওয়াতে মনে হচ্ছে আমি তালাক উচ্চারন করলাম। কিন্তু আমি নিজের কানে কোন তালাক শব্দ শুনিনি। পাশে আমার ওয়াইফ শুয়ে ছিল। সেও কিছু শুনতে পাইনি। সাথে সাথে আমি আবার তালাক উচ্চারন না করে ঠোট সামান্য খুলি। তবুও আমার মনে সন্দেহ আসাতে আমি আবার পরে মনের ভিতর তালাক শব্দ এনে উচ্চারন না করে শুধু সামান্য ঠোট খুলি। এরকম অনেক সন্দেহ আমার মনে আসে।
এতে কি তালাক পতিত হবে??
★★ আমার ওয়াইফ দোকান থেকে আমাকে কিছু আনার জন্য বললো। আমি কিছুক্ষন পরে বললাম যে, সবকিছু যদি করা হয়ে যায় তো থাক। একথা বলার সময় মনে হচ্ছিল যে, তালাক দেবার সবকিছু করা হয়ে গিয়েছে বললাম।
এতে কি তালাক জনিত কোন সমস্যা হুজুর?