ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি প্রেমিকের কথা চিন্তা করে অনেক লোকজনের সামনে মিথ্যা বলে যে বিয়ে হইছে ঐ প্রেমিকের সাথে,
এই কথার দ্বারা কোন বিয়ে বা ইজাব কবুল হবে না।
(২)প্রশ্ন করার জন্য আপনার সংসারে কোনো সম্যসা হবে না।
(৩) মেয়েটা কে কেউ জিজ্ঞেস করলে বলে আমি অমুকের সাথে প্রেম করি। ছেলেটাকে কেউ জিজ্ঞেস করলে বলে অমুকের সাথে প্রেম করি। কিন্তু ছেলে মেয়ে দুজনকে এক সাথে এক মজলিসে লোকজন উপস্থিতিতে এমন কথা কেউ জিজ্ঞেস করে নাই। হয়তো দুজনকে এক সাথে হাটতে বা বসে থাকতে বা কথা বলতে দেখতে পারে। এই দেখেই ধারণা করছে এরা প্রেম করে। এভাবেই সবাই জানছে। আসলে ওরা প্রেম করতো।
এমন কথা ইজাব কবুলের শব্দ নয়। হ্যা প্রেম করি বললে বা আমার বয়ফ্রেন্ড আছে এমন কথা লোকজনের সামনে বললে ইজাব কবুল হবে না।
(৪) উপরোক্ত ৩ নং প্রশ্ন ও জানার জন্য এমন কিছুই হয় নাই। কথা বলতাম একটা ছেলের সাথে এমন কথা একজন কে বলছিলাম। আর পছন্দ করতাম বা প্রেম করতাম বলি নাই কিন্তু প্রশ্ন লিখার সময় পছন্দ করতাম বলছিলাম লিখে আবার মুছে দিছি।
এতে মিথ্যা স্বীকারোক্তি হবে না। এদ্বারা আপনার বর্তমান সংসারে কোনো সমস্যা হবে না।
জ্বী, এই লিংকের উত্তর অনুযায়ী আপনার সংসারে কোনো সমস্যা হয়নি।