ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মহিলার বুক উরুর সাথে লাগিয়ে সিজদা করবে।
নারী পুরুষের নামাযের পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/498
নামাযে হাসি দিলে কি নামায ভঙ্গ হবে? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10843
(২) কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, যদ্দরুণ পরবর্তীতে ব্যাথা করে, তাহলে নফল হলে সে বসে নমাজ পরতে পারবে।তবে ফরয নামায দাড়িয়েই পড়তে হবে।
(৩) বিয়ের জন্য পাত্র পক্ষকে ছবি দেওয়া যাবে যদি শুধু মহিলারা দেখবে বলে আশ্বস্ত করে থাকে।
(৪) পিরিয়ডের নয় দিনের দিন সাদাস্রাব দেখে গোসল করে নামাজ পরার পর বিকালে সন্দেহ লাগে যে, হলুদ দেখা যাচ্ছিলো কি না? স্পষ্ট বুঝা যাচ্ছে না।
তাহলে ১০ দিন পর্যন্ত হায়েয গণনা করা হবে। কেননা পূর্ণ ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম আরোপিত হয় না।
(৫) বাইরে কাপর দিলে গুনাহ হবে না।
(৬) জোরে জোরে কথা বললে বা পড়লে পর পুরুষ যদি শুনে, তাহলে সেটা জায়েয হবে না। ফিতনার সম্ভাবনা তাতে রয়েছে।