ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে ফ্রিজ থেকে বের করে প্রথমে স্বাভাবিক করতে হবে।
এরপর পানি এতো বেশিক্ষন ভালোভাবে ধোয়া লাগবে,যাতে করে আপনি নিশ্চিত হোন যে নাপাকি চলে গিয়েছে।
প্রয়োজনে গরম পানিতে ধোয়া লাগবে।
(০২)
আল্লাহ তায়ালার বাণী:
﴿قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ﴾
আপনি বলে দিন: যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে, যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের গোশত ব্যতীত, নিশ্চয় তা অপবিত্র । (সূরা আল-আনআম :১৪৫)
★শরীয়তের বিধান হলো, জবাইয়ের সময় যে রক্ত বের হয় কেবল সে প্রবাহিত রক্তই নাপাক। গোশতের ভেতর থেকে যে রক্ত বের হয় তা নাপাক নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কাপড়ে প্রবাহিত রক্ত লেগে না থাকলে গোশত থেকে বের হওয়া রক্ত লাগার কারণে কাপড় নাপাক হয়নি।
( বাদায়েউস সনায়ে' ১/১৯৬ রদ্দুল মুহতার ১/৩১৯)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মুরগী বা গরু বা যেকোন হালাল পশু জবাই করে গোশত কাটার পর রান্না করার আগে পানিতে ধোয়ার পরও যে রক্ত-পানি বের হয় গোশত থেকে, তা নাপাক নয়।
(০৩)
মেয়ের জন্য যতটুকু আবশ্যকীয় জরুরী, ঠিক ততটুকু নিতে পারবে।
প্রয়োজন অতিরিক্ত নেয়া যাবেনা।
বিশেষ প্রয়োজনীয় খাত ছাড়া উক্ত টাকা নেয়া যাবেনা।
(০৪)
তাদের মাঝে এভাবেই চুক্তি থাকলে এভাবে টাকা নেয়া জায়েজ হবে।
কোনো সমস্যা নেই।
(০৫)
সেটি যেহেতু চার দিক থেকে দশ হাত বাই দশ হাত নয়।
তাই সম্পূর্ণ পানি ফেলে দিতে হবে।
এরপর নতুন পানি দিয়ে হাউজের দেওয়াল সহ পুরো এলাকা ভালোভাবে ধুয়ে সেই পানি ফেলে দিতে হবে।
তারপর সেটি পাক হবে।