আসসালামু আ'লাইকুম,সহশিক্ষা থেকে বাঁচার জন্য আমি আম্মুর কাছে শর্ত দিয়েছিলাম আমি চুয়েটের জন্য প্রিপারেশন নিব কিন্তু এডমিশনের আগে আমাকে বিয়ে দিয়ে দিতে হবে। কিন্তু আম্মু তা শুনে প্রথমে উত্তেজিত হলেও পরে নরম সুরে আমাকে নসীহত করলেন বাস্তবতার আলোকে বললেন আমি এখনো বিয়ে করে সংসার করার মতো পরিপক্ব হতে পারি নি। আম্মুর অনেক কথায় যুক্তিসংগত ছিল কারণ আমি আসলেই ঘরের অনেক ধরনের কাজ একদমই পারি না মেয়ে হিসেবে যা পারা উচিত। যাই হোক আরো অনেক কথা বুঝিয়েছিলেন। এখন সমস্যা হচ্ছে আমি আব্বু আম্মুকে সহশিক্ষার ব্যাপারে সাধ্যমত বুঝানোর পর কাজ না হওয়াতে এই শর্ত দিয়েছিলাম। কিন্তু এতেও কাজ হলো না। আব্বু আম্মু রাজি হচ্ছেন না। অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। উনাদের কথা- নিজে ঠিক থাকলে সব ঠিক,বারো বছর ধরে তো সহশিক্ষার মধ্য দিয়েই এসেছি। এদিকে আম্মু আমার প্রতি আগের তুলনায় নরম হয়েছেন। উনি আবার বারবার ইমোশনাল হয়ে যাচ্ছেন। এর আগে জীবনে দুবার অতিরিক্ত মানসিক চাপে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এখন বলছেন,আমার চিন্তাই তিনি হয়তো আবার মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন বা পাগল হয়ে যাবেন। সব বিবেচনায় আমি ভাবছি এই অবস্থায় আমি আব্বুর আম্মুর কথা মেনে নিয়ে এডমিশনের প্রিপারেশন নিব তবে এবার সহজ কিছু শর্ত দিব যা আমাকে দীন পালনে সাহায্য করবে সাথে সাথে নিজের ঈমান,ইলম, আমলিয়াতের বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে নিজেকে বিয়ের যোগ্য হিসেবে গড়ে তুলব,একজন মনমতো জীবনসঙ্গী আল্লাহর কাছে চাইতে থাকবো । প্লাস এ দু'আও চালিয়ে যাব যাতে সহশিক্ষা থেকে নয়তো সহশিক্ষার সকল অকল্যাণ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেন। হতে পারে এসবে আমার বাবা মায়ের মনেও পরিবর্তন আসবে। আমি কি এমন করব? নাকি অন্য কোনো পথে আগাবো? আর অন্য পথ থাকলে তা কী?