بسم الله
الرحمن الرحيم
জবাব,
গোসল ফরজ হওয়ার
জন্য শর্ত হল, বীর্য বের
হওয়ার সময় উত্তেজনা থাকতে হবে।
আল্লাহ তাআলা বলেন,
وَإِن
كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ
তোমরা জুনুবি
হও তবে (গোসল করে) সারা দেহ পবিত্র করে নাও। (সূরা মায়েদাহ ৬)
হাদীস শরীফে এসেছেঃ
إِنَّمَا
الْمَاءُ مِنَ الْمَاءِ
তথা পানি [বের
হবার দ্বারা] পানি {শরীরে ঢালা
তথা গোসল] আবশ্যক হয়। {সহীহ মুসলিম, হাদীস
নং-৩৪৩}
আরো জানুনঃ https://ifatwa.info/4875/
★বীর্য বের হওয়ার সময় উত্তেজনা থাকতে হবে,এটি বীর্য তার নিজ স্থান থেকে বের হওয়ার সময়
উত্তেজনা থাকলেই গোসল ফরজ হবে। যদিও লিঙ্গ থেকে বের হওয়ার সময় উত্তেজনা না থাকে।
ثم المعتبر
عند أبي حنیفة ومحمد انفصالہ عن مکانہ علی وجہ الشہوة، وعند أبي یوسف ظہورہ أیضا
(الہدایة ۱:۳۱،ط:
المکتبة الأشرفیة دیوبند)،
সারমর্মঃ ইমাম
আবু হানিফা রহঃ ও ইমাম মুহাম্মদ রহঃ এর মতে
বীর্য তার নিজ স্থান থেকে বের হওয়ার সময় উত্তেজনা থাকলেই গোসল ফরজ হবে।
وفرض الغسل
عند خروج مني من العضو ……منفصل عن مقرہ ھو صلب الرجل وترائب المرأة ……بشھوة أي:
لذة……وإن لم یخرج من رأس الذکر بھا وشرطہ أبو یوسف، وبقولہ یفتی في ضیف خاف ریبة
واستحیٰ کما فی المستصفی وفي القہستاني، والتاترخانیة معزیا للنوازل: وبقول أبي یوسف
نأخذ؛ لأنہ أیسر علی المسلمین، قلت ولا سیما في الشتاء والسفر (الدر المختار مع رد
المحتار، کتاب الطھارة، موجبات الغسل ۱: ۲۹۵- ۲۹۷،ط:
مکتبة زکریا دیوبند)،
সারমর্মঃ বীর্য
তার নিজ স্থান (পুরুষ এর ক্ষেত্রে মেরুদণ্ড এর হাড় হতে) থেকে বের হওয়ার সময় উত্তেজনা থাকলেই গোসল ফরজ হবে।
যদিও লিঙ্গ থেকে বের হওয়ার সময় উত্তেজনা না থাকে।
তবে আবু ইউসুফ
রহঃ এর মতে লিঙ্গ থেকে বের হওয়ার সময় উত্তেজনা থাকতে হবে। তার এই মতের উপর সফর ইত্যাদি প্রয়োজন এর সময় ফতোয়া
দেয়া হয়। স্বাভাবিক অবস্থায় তরফাইন রহঃ দের মতের উপরেই ফতোয়া দেয়া হয়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
১,৩. যদি মনি নির্গত হওয়ার পূর্বে কেউ পু:পেশীতে চাপ দিয়ে মনি আটকে রাখে এবং
তাত্ক্ষনিকভাবে মনি নির্গত না হলেও কিছুক্ষন পরে যদি পূর্বের উত্তেজনা থেকেই মনি
নির্গত হয় (যদিও তা পেশাবের সাথে বের হোক না কেন) তাহলে গোসল
ফরজ হবে । তবে যদি একেবারেই মনি বের না হয় তাহলে গোসল ফরজ হবে না।
২. যদি আপনি
নিশ্চিত হোন যে, আপনার একটু মনিও বের হয়নি তাহলে এমতাবস্থায় গোসল করা ছাড়াই সালাত আদায়
করা জায়েয আছে।