আমার বিয়ে হয়েছে ৩ মাস। আমাদের অনেক ঝগড়া হয়। কখনো দেখা যায় আমি ঠিক, কখনো আমার স্ত্রী ঠিক। আবার কখনো আমরা দুজন ই ঠিক। আমাদের যে ঝগড়া হয় তার পেছনে কোন না কোন যুক্তি থাকেই উভয়ের পক্ষ থেকে। তখন মনে হয় আমার জায়গায় আমি ঠিক, আবার তার জায়গায় সে ঠিক।
এ অবস্থায় আমি আমার স্ত্রীর উপর অসন্তুষ্ট। তবে সে আমাকে ভালবাসে আর অনেক যত্ন ও করে। কিন্তু সে চায় আমি যেন তার কথামত চলি৷ যা আমি চাইনা।
সে চিল্লালে আমি চুপ থাকি। আবার আমি চিল্লালে সে চুপ থাকেনা। তাকে বুঝালেও কিছু বুঝতে চায়না। আমি বিছানা আলাদা করি,বুঝাই, শাসন করি। যখন দেখি আর বুঝাতে পারছিনা তখন রাগারাগি করি। রাগ উঠলে অনেক কস্ট দিয়ে কথা বলি। বর্তমানে চুপ হয়ে থাকার চেস্টা করছি। কন্ট্রোল করার চেস্টা করি। আমার স্ত্রী মাঝে মাঝে আমার সাথে ধস্তাধস্তি করে।
সে আমার ফুট ফরমায়েশ পালন করে, ভালবাসে আবার কেয়ার ও করে। কিন্তু মাঝে মাঝে বড় বড় ব্যাপারে আমার কথা মানতে চায়ই না উলটা আরো যুক্তি দেয়। তর্ক করে। আমার দিনশেষে কিছুই বলার থাকেনা। নিজেকে স্বামী হিসেবে অসম্মানিত হতে হয়।
এমতাবস্থায় আমার প্রশ্নঃ
১. আমি যে তার উপর অসন্তুষ্ট এতে আমার স্ত্রীর গুনাহ হবে কিনা।
২. আমার স্ত্রী কি আমার সব আদেশ মানতে বাধ্য যদিও বা আমি ভুল হই এবং শরীয়ত বিরোধি আদেশ না করে থাকি।
৩. স্ত্রীকে আদর করে বুঝিয়ে, শাসন করে বা বিছানা আলাদা করে বা চুপ থেকেও কিছু বোঝাতে পারিনা। এখন আমি কি করব?