যদি ঘুম থেকে উঠে ওজু করি। কিছুক্ষন পর ( ১০-১৫ মিনিট ), চোখের কোনায় ময়লা খেয়াল করি। শক্ত ময়লা, যা ঘসাঘসি করে বের করা লাগল। এর পর আমি এই অংশে আবার পানি দেই।
১। যেহেতু আমার চোখের ময়লা ঠিক মত পরিস্কার করা হয় নি, এবং ওই অংশে ময়লা থাকার কারনে ভেতরে হয়তো ঠিকমত পানি যায় নি, আমার প্রথমবার ওজু কি হয়েছিল?
২। ময়লাটা পাওয়ার পর আমি তা সরিয়ে নি। এখন কি আমার ওজু আছে? আমি আবার চোখে পানি দেই। আমার কি আবার ওজু করতে হবে নাকি পানি দেয়াই যথেষ্ট হবে?