আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
253 views
in পবিত্রতা (Purity) by (48 points)
যদি কোনভাবে কাপড় গোপনাংগে ঢুকে যায়, এবং তরল শোষন করে নেয়, তাহলে কি ওজু ভেংগে যাবে?

1 Answer

0 votes
by (671,200 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান মতে অযু ভঙ্গের অন্যতম একটি কারন হলো পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত,  নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিল বায়হাকী ৫৬৮)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُفْتِي الرَّجُلَ إِذَا رَعَفَ فِي الصَّلَاةِ، أَوْ ذَرَعَهُ قَيْءٌ، أَوْ وَجَدَ مَذِيًّا أَنْ يَنْصَرِفَ فَيَتَوَضَّأُ
আব্দুল্লাহ বিন উমর রাযি. থেকে বর্ণিত। তিনি যদি কারো নামাযরত অবস্থায় নাক দিয়ে রক্ত ঝড়তো, বা বমি হতো, বা মজি বের হতো তাহলে তাকে ফিরে গিয়ে অযু করার ফাতওয়া প্রদান করতেন। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৩৬১০)

★সুতরাং কিছু উলামায়ে কেরামগন বলেছেন যে    গোপনাংগ থেকে যদি পানি বের হয়,তাহলে ভেঙ্গে যাবে।
,
মহিলাদের গোপনাঙ্গের ভেজার (পানির) হুকুম
এটি মোট ৩ প্রকারেরঃ
(০১) ফরজে খারেজ,(উপরের চামরার ভিতরের অংশ)
এটি পবিত্র।
(০২) ফরজে দাখেল।
(যৌনাঙ্গের ভিতরের অংশ) এর পানি নাপাক।
(০৩) ফরজে খারিজ ছড়িয়ে ফরজে দাখিলে কিছু অংশ।
এর পানিও নাপাক।

أن رطوبة الفرج طاہرة عندہ قال الشامی تحتہ: نعم یدل علی الاتفاق کونہ لہ حکم خارج البدن، فرطوبتہ کرطوبة الفم و الأنف والعرق الخارج من البدن (شامی: ۱/۳۰۵، ۳۰۶، ط: زکریا دیوبند)
যার সারমর্ম হলো মহিলাদের গোপনাঙ্গের পানি পাক,তার হুকুম শরীরের ঘাম,নাকের পানি,মুখের পানর হুকুমে,,,।    

الدر المختار (1 / 313)  :
" أي برطوبة الفرج فيكون مفرعاً على قولهما بنجاستها أما عنده فهي طاهرة، كسائر رطوبات البدن".
শরীরের অন্যান্য পানির মতো এই পানিও পাক।
 
حاشية رد المحتار على الدر المختار (1 / 313)  :
"(قوله: برطوبة الفرج ) أي الداخل بدليل قوله: أولج، وأما رطوبة الفرج الخارج فطاهر اتفاقاً ا هـ ح  وفي منهاج الإمام النووي: رطوبة الفرج ليست بنجسة في الأصح ، قال ابن حجر في شرحه: وهي ماء أبيض متردد بين المذي والعرق يخرج من باطن الفرج الذي لايجب غسله، بخلاف ما يخرج مما يجب غسله فإنه طاهر قطعاً، ومن وراء باطن الفرج؛ فإنه نجس قطعاً ككل خارج من الباطن كالماء الخارج مع الولد أو قبيله". ( امداد الفتاوی(1/ 122)، کتاب الطہارۃ)
যার সারমর্ম হলো এই পানিটা ঘাম আর মযির মাঝামাঝি একটি পানি,যেটা ফরজে খারেজ থেকে বের হয়,এটি পাক।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে অযু ভেঙ্গে যাবেনা।
হ্যাঁ যদি গোপনাঙ্গের একেবারে ভিতরে সেই কাপড় যায়,যেটাকে ফরজে দাখিল বলে,সেখানকার পানি শোষন করলে অযু ভেঙ্গে যাবে, কাপড় নাপাক হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 170 views
0 votes
1 answer 154 views
...