আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কোন মেয়েকে ধরেন স্বামী পাওয়ার দিছে।কিন্তুু সে স্বামীর সাথে থাকতে চায়।কিন্তুু তার মা বাবা ধরেন বিয়েটা মানে নি।এমনকি ভেন্গে দিতে চাচ্ছে। মেয়েটা চায় যা হবে হোক স্বামীর সাথেই থাকবে।মেয়েটা যদি বলে মা বাবাকে বিয়ে ভেন্গে দিয়েন না, ভেন্গে দিলে গুনাহ হবে আপনাদের।মেয়েটা চায় না কিছুতেই স্বামীকে হারাতে।তহ এর মেয়েটার মা বাবা যদি মিথ্যা বলে খালি স্টাম্ফে সাইন নেয় সেটাকে যদি পরে ডিভোর্সের কাগজ বানায় অথবা কোন বিষয়ে মেয়েটা না জানে মত কোথাও সাইন নেই তাহলে কি তালাক হবে?
২।উপরের মেয়েটার কথা দ্বারা মানে মা বাবাকে যে গুণাহ হবে বলছে সেটা দ্বারা কি কোন তালাক হবে?বা মা বাবা কি কোন পাওয়ার পাবে মেয়েটার কথা দ্বারা?মেয়েটা চায় তার স্বামীর সাথে থাকতে।
৩।কেও যদি ডিভোর্সের লেখতে গিয়ে লেখার সুবিধার জন্য প্রথমে ডিভোর্স লিখে এরপর সেটাকে আকার ইকার যোগ করে ডিভোর্সের লিখে তাহলে কি কোন সমস্যা হবে?মানে কিবোর্ডে লেখার সময় এরকম কিছু শব্দ লেখার সুবিধার জন্য কিবোর্ডের উপরে চলে আসে।সেখান থেকে ক্লিক করে পরে সেটাকে আকার ইকার আর বর্ণ যোগ করে যেই শব্দটা লিখতে চায় সেটা লিখছে আর কি।কোন তালাকের উদ্দ্যশ্যে নই।এমনিতে এই সাইটে প্রশ্ন করার জন্য এমনটা করলে?