আসসালামু আলাইকুম আমার কয়েকটি প্রশ্ন ছিল এর উত্তর দিলে উপকৃত হব।
১.আপনাদেরhttps://ifatwa.info/52832/ ফতোয়ায় দেখেছিলাম।আপনারা বলেছিলেন যে,ভুল করে গুণাহ করলে সাথে সাথে তওবা করলে গুণাহটি লেখা হয়না কিন্তু কুরআনে বলা আছে
হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না।
(সূরা বাকারা ২৮৬)
তাছাড়া আবূ দাউদ ২১৪৮,২১৪৯ এ বলা আছে যে ভুল করে বেগানা নারীর প্রতি দৃষ্টিপাতে গুণাহ হয় না। এখানে সাথে সাথে তওবার শর্ত বলা হয়নি।
তাছাড়া একটা প্রশ্ন থেকে যায় ।ভুল করে গুণাহ করলে যদি সাথে সাথে তওবা করতে হত । তাহলে সুরা বাকারার এই আয়াতে এভাবে লিখা হত না।এ ব্যাপারে বিশ্লেষণ করলে ভালো হয়।
২.
https://ifatwa.info/52384/ এই ফতোয়াতে আপনারা বলেছিলেন যে ভুল করে হাঁচি কাশি আসলে(যা নামাজ ভঙ্গের কারণ) নামাজ ভেঙ্গে যায় কিন্তু
https://ifatwa.info/58600/এই ফতোয়াটে বলেছেন যে, ভুল করে নামাজ ভঙ্গের কারণ হলে নামাজ ভেঙ্গে যাবে।এটা বিশ্লেষণ করলে ভালো হয়?
৩.আব্দুল কাদির জিলানী (রহ) এর কথা নাকি হাদীসে আছে এটা কি সত্য?
৪.খাওয়ার সময় মোবাইল দেখা ক্ষতিকর
তাই খাওয়ার সময় মোবাইল দেখা কি জায়েয?
৫.কোচিংয়ে আমার স্কেল হাড়িয়ে যায়। এইজন্য স্যার আমাকে আরেকটি স্কেল দেন।যা অন্যকারো কিন্তু এটাও হারিয়ে গিয়েছিল।এখন আমি কি এই স্কেল ব্যাবহার করতে পারব?
৬.কাউকে সরাসরি গালি না দিয়ে মনে মনে বা আস্তে আস্তে গালি দিলে তা হক কি নষ্ট হবে?
৭.কারো গীবত শুনলে কি গুণাহ হবে?
৮.স্যারদের(জেনারেল) কথা মান্য করা কি ফরজ/ওয়াজিব/মুস্তাহাব/সুন্নাহ?
৯.প্রাতিষ্ঠানিক(জেনারেল) হুকুম অমান্য করলে কি গুণাহ হবে?
১০.নামাজে ভুল করে থু এরকম শব্দ বের হলে কি নামাজ ভেঙ্গে যাবে?
জাযাকাল্লাহু খাইরান