আসসালামু আলাইকুম
এই ফতুয়ায় বলা হয়েছে আমি একজন ওয়াসওয়াসার রোগী।
নিচে ফাতওয়া টা দেখলেই বুঝতে পারবেন আমার অবস্থা কি রকম।
https://ifatwa.info/56834/
আমার ওয়াসওয়াসা কে বিবেচনা করে একটু উত্তর দিবেন।আমি আসলেই একজন প্রচন্ড রকমের ওয়াসওয়াসার রোগী।আমি যতক্ষন জেগে থাকি ততক্ষণ মাথায় এটা ঘুরতে থাকে , এক মিনিটের জন্যে ঘুম যদি ভেঙে যায় তখনো এইটাই চিন্তা চলে আসে।একটা মানুষের পক্ষে যতটা ওয়াসওয়াসা আসা সম্ভব ঠিক ততটা ।কথায় কথায় সন্দেহ হয়। আমার স্স্বাভাবিক জীবন টা এলোমেলো হয়ে যাচ্ছে ওয়াসওয়াসার কারনে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিনা। আমার একের পর এক প্রশ্নের কারনে আমার স্ত্রী অনেক বিরক্ত। আমার বিষয় গুলো বিবেচনা করে একটু উত্তর দিবেন দয়া করে,প্লিজ ।
প্রশ্ন) স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। সামী স্ত্রীকে আগেই সাবধান করে কোন শব্দ উচ্চারণ না করে ইংগিতে বুঝায় যাতে অই টাইপের কোন কথা না বলে যাতে মজলিস না তৈরী হয়।তারপর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে স্ত্রীকে চুপ করাতে সামী বলে ,যে তুমি কি চাও আমি উল্টো পাল্টা কিছু বলি, তুমি কিন্তু আমাকে বাধ্য করতেছো। তারপর স্ত্রী সম্ভবত বলে , "আমি কিছুই বলিনি এবং কিছু বলাইতে বাধ্য ও করিনি যা বলার তুমিই বলতেছো " কিন্তু স্ত্রী কোন কেনায়া শব্দই বলেনি ।স্বামীর ওয়াসওয়াসার কারনে ভূল বুঝে যে স্ত্রী মনে হয় কেনায়া শব্দ বলে ফেলেছে যার কারনে সম্পর্ক হয়তো হারা* হয়ে গিয়েছে তাই স্বামী বলে , "তুই হালাল সম্পর্ক টাকে হারাম বানাইছোস" । একথার বলার উদ্দেশ্যে ছিল যে , স্বামী ভয় দেখায় স্ত্রীর কথায় কেনায়া বাক্য বা শব্দ বলেছে যার দারা সম্পর্ক টা হারা* হয়ে গেছে এবং ভয় দেখায় যাতে এই কথা শুনে স্ত্রী চুপ হয়ে যায় ।কিন্তু সত্যটা হচ্ছে স্ত্রী আদৌ কেনায়া শব্দও বলেনি আর তাছাড়া স্ত্রীর তা*** এর অধিকার ও নেই । স্ত্রী বেচারী আসলেই কোন কিছুই বলেনি।স্ত্রীও বুঝতে পারে তাকে ধমকের উদ্দেশ্যেই এই কথা বলেছে তার সামী। সামীর উদ্দেশ্য ছিলো ঝগড়া যেনো না বাড়ে স্ত্রী যেন ভয় পেয়ে চুপ হয়ে যায়। এবং সেখানে কেউ তা*** শব্দ উচ্চারণ ও করেনি এমনকি তা*** চাওয়া হয়নি ।
এবং স্বামী আল্লাহর নামে কসম করে বলেছে যে স্ত্রীকে তা*** উদ্দেশ্য করে উক্ত কথা বলেনি । এবং স্ত্রী ও সেটা বুজতে পেরেছে।
দয়া করে একটু জানাবেন
স্ত্রী , সামীর পুরো পরিবার ,এবং সামীর ঘনিষ্ঠরা জানে তার সামী OCD আক্রান্ত । দেশের বাহিরে থাকার কারনে এখনো ডাক্তার দেখাতে পারছেনা যার কারনে প্রেসক্রিপশন দেখাতে পারছিনা। দেশে আসলে ডাক্তার দেখাবো ডিসেম্বর এ । আপাতত মোবাইলে রুকাইয়া শুনে ভালো থাকার চেষ্টা করছি।