ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
إِنَّا لَمُغْرَمُونَ
বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ।(সূরা ওয়াকেয়া-৬৩-৭৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অত্র আয়াতে আল্লাহ তা'আলা কৃষিক্ষেত,পানি,আগুনের সৃষ্টির কথা আলোচনা করছেন। আল্লাহ তা'আলা প্রশ্ন করছেন, এগুলো কি বান্দা সৃষ্টি করছে না আল্লাহ? অর্থাৎ আল্লাহই এগুলোকে সুষ্টি করছেন। অর্থাৎ মূল উপাদান আল্লাহ সৃষ্টি করেছেন।
(১) বিদ্যুতের মূল উপাদান আল্লাহ তৈরী করেছেন। হ্যা, প্রচলিত বিদ্যুতের আবিস্কারক বান্দা। অর্থাৎ বান্দা আল্লাহর তৈরীকৃত মূল উপাদান থেকে বিদ্যুৎকে আবিস্কার করেছে।
(২) মানুষ আবিস্কার করেছে।
(৩) ম্যাচ বান্দার আবিস্কৃত।
(৪) কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছে। কথা মানুষ তার ইচ্ছায় বলছে।সুতরাং কথা বলার আবিস্কারক বান্দা।