১,তোর মত বউ আমার লাগবেনা,এটা তালাকের নিয়তে বললে তালাক হবে?
২,সালাফী 'আলিম রা বলেন তালাকের ক্ষেত্রে রাগের ৩টা স্তর,তার মাঝে একটি হল রাগে হুশজ্ঞান হারিয়ে ফেলা।আরেকটি হল হুশজ্ঞান না হারানো তবে তালাকের কথাটি অতিরিক্ত রাগে বলে ফেলা কিন্তু তার আগে বা পরে তালাকের নিয়ত না থাকা , উভয় ক্ষেত্রেই তালাক হবেনা,কথাটি কি সত্য?
৩,আমার যেটি হয় নরম্যাল কোনো কথা যেটা কিনা কেনায়া তালাক ও হতে পারে এসব বলার সময় কেউ অটোমেটিক যেন তালাকের কথা মনে করাই দেয়।ওয়াসোয়াসা টাইপ।ত আমি যখন বলি,যেখানে খুশি চলে যাও।তখন তালাকের চিন্তা আসে।অনেক সময় চিন্তা এসে গেলে আমি চুপ হয়ে চিন্তাটা ফেলে দিয়ে সেই কথা বলি।অনেক সময় এত রাগ লাগে যে চিন্তা ফেলতে পারিনা বা ভাবি যা/তালাক হলে হয় হোক তবু
বলব কথাটা।তারপর উক্ত কথা বলি। এখানে তালাকের চিন্তা আসে,কিন্তু তালাক দেয়ার নিয়ত থাকে কিনা নিশ্চিত না,সম্ভবত থাকেনা
৪,নামাজে দুই সিজদার মাঝ খানে বসা অবস্থায় কতটুক বিরতি দেয়া ওয়াজিব।আমি সাধারণত সিজদা থেকে উঠে সোজা হয়ে বসেই আবার সিজদাহ তে চলে যায়,রানিং অবস্থার মত।মিলি সেকেন্ড ও স্থির থাকিনা।
৫,অনেক সময় তাড়াহুড়োর ক্ষেত্রে দেখা যায় সালাম ডান পাশে ফিরিয়ে বাম পাশে যখন ফিরছি,পুরো সালাম দেয়ার আগেই বসা থেকে উঠা শুরু করি।বাম পাশের সালাম যখন শেষ হয়বতখন প্রায় আধ বসা অবস্থা।তাহলে কি সালাত শুদ্ধ হবে?
৬,তালাকের নিয়তে স্ত্রীকে মেসেজ ব্লক দিলে কি তালাক হবে? উল্লেখ্য মুখে কিছু বলা হয়নাই