بسم الله الرحمن الرحيم
জবাব,
না,ইসলাম সমর্থন করে না।কেননা, নিজ
পিতা বা গোষ্ঠী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্টির দিকে নিজের নামকে সম্পৃক্ত করা
সম্পূর্ণ না জায়েয।
হযরত আবু-যর রাযি
থেকে বর্ণিত,
عَنْ أَبِي
ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ: (لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهُوَ
يَعْلَمُهُ إِلا كَفَرَ، وَمَنْ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ نَسَبٌ
فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ)
রাসূলুল্লাহ সাঃ
বলেন,
যে ব্যক্তি নিজ
পিতা ব্যতীত সেচ্ছায় অন্য কারো দিকে নিজের পিতৃত্ব কে সম্পৃক্ত করল,বা যে ব্যক্তি নিজে গোষ্ঠী ব্যতীত ভিন্ন কোনো গোষ্টি থেকে
আপন বংশধারা সাব্যস্ত করল, সে
যেন তার শেষ ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। (সহীহ বুখারী-৩৫০৮,
সহীহ মুসলিম-৬১)
উম্মাহাতুল মুমিনীন
তথা রাসূলুল্লাহ ﷺ-এর স্ত্রীদের প্রতি তাকালে আমরা দেখতে পাই,
তাঁদের নামের সাথে নিজেদের পিতার নাম যুক্ত
ছিল। যেমন, আয়েশা সিদ্দিকা রাযি. এর বিয়ের পরেও তাঁর নামের সাথে
‘সিদ্দিকা’ তাঁর পিতার নাম যুক্ত ছিল। সুতরাং
নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করা নিষেধ নয়। আল্লাহ তাআ’লা বলেন,
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ ‘তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে
ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত।’ (সূরা আহযাব ৫)
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
প্রশ্নেল্লিখিত কাজটি তার জন্য জায়েয হয়নি। বিধায়
তা থেকে তওবা করা আবশ্যক। সাথে সাথে অসুস্থতার
দরুন এখন না পারলেও পরবর্তীতে উক্ত কাগজপত্রগুলি সংশোধন করে নিবেন।
বিঃ দ্রঃ পালক বাবার নিকট তার উপর পর্দা করা ফরজ।