ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
টিকটিকির মল নাপাক।এক দিরহাম তথা পাঁচ টাকা সিকির চেয়ে বেশী পরিমাণের হলে,এবং তা কাপড় বা শরীরে লাগলে নামায হবে না।
টিকটিকির শুকনো মল নামাযরত অবস্থায় পায়ে লাগলে নামায হবে, যদি তা এক দিরহাম থেকে বেশী না হয়, তাহলে জায়নামায নাপাক হয়ে যাবে।
(২)
সেজদাতে দোয়া করতে গিয়ে এবং শেষের বৈঠকে সালাম ফেরানোর আগে অন্যান্য দোয়ার সাথে দরুদ পড়লে নামায ফাসিদ হবে না।শেষ বৈঠকে তো এমনিতেই তাশাহুদের পর দুরুদ পড়তে হয়।
(৩)
সুন্নাত নামাযের শেষের বৈঠকে অন্যান্য দোয়া পড়া যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185
(৪)
ফুকাহায়ে কেরামদের উপরোক্ত আলোচনা দ্বারা বুঝা গেল যে,পদপৃষ্ঠ সম্ভাবনাময় স্থানে কুরআন লিখা মাকরুহ।যদি দেয়ালে এমনভাবে লিখা হয় যা কখনো পড়ে গিয়ে পদপৃষ্ঠ হওয়া বা অসম্মানিত হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তা নাজায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/359
(৫)
যদি ব্যাঙ কারো হাতে লাগে এবং উক্ত হাত কাপড়ে লাগছে, যদি ব্যাঙের গায়ে দৃশ্যমান কোনো নাপাকি না থাকে, তাহলে এতেকরে নামাযের তো কোন সমস্যা হবে না।
(৬)
আপনার বিবরণ অনুযায়ী আপনি মা'যুর নন। তাই আপনার যখন স্রাব নির্গত হওয়ার ইয়াকিন বিশ্বাস হবে,তখনই আপনি অজু করে আবার নামায দোহড়াবেন। যতক্ষণ ইয়াকিন বিশ্বাস না হবে,ততক্ষণ নামাযকে দোহড়াতে হবে না।
(৭)
সাদাস্রাব নাপাক।এক দিরহাম বা তার চেয়ে বেশী পরিমাণে হলে, এবং তা কাপড় বা শরীরে লাগলে কাপড় বা শরীরকে পবিত্র করতে হবে।নতুবা নামায হবে না।
(৮)
পরিস্কার করে তবেই নামায পড়বেন। প্রয়োজনে প্যাড ব্যবহার করবেন।
(৯)
জ্বী, ব্যবহার করতে পারবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5553
(১০)
জ্বী, ব্যবহার করতে পারবেন।