আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
188 views
in সালাত(Prayer) by (66 points)
edited by
আসসালামু আ'লাইকুম
যোহরের নামাজ আদায় করতে গিয়ে আসরের ওয়াক্ত চলে আসে তাহলে কি যোহরের নামাজ কাজা করতে হবে?আমি নামাজ শেষ করে দেখি ৪ঃ২৭ বাজে। আসরের ওয়াক্ত শুরু হয় আমাদের এখানে ৪ঃ২০ থেকে।

কোনো ব্যক্তির যদি পূর্বের কাজা নামাজ বাকি থাকে এবং এরই মধ্যে  সে যদি কসরের নামাজ সম্পর্কে না জানে এবং ৭৮ কিলোমিটারের বেশি সফর করে,৩ দিন অবস্থান করে এবং ৪ রাকাআত করেই যদি ফরজ নামাজ আদায় করে এবং পরবর্তী তে যদি কসরের নামাজ সম্পর্কে জানতে পারে সেক্ষেত্রে করণীয় কি? সে নামাজ গুলো কি কাজা করতে হবে? যদি সময়,দিন মনে না থাকে তাহলে কিভাবে কাজা আদায় করবে?

আমার মা অসুস্থ থাকাকালীন আমি আল্লাহ কে বলেছিলাম - আল্লাহ আম্মুকে সুস্থ করে দিন,আমি কথা দিচ্ছি আমার কাজা নামাজ গুলো আমি এক মাসের মধ্যে আদায় করে ফেলবো বা এধরনের একটা কথা দিয়েছিলাম কিন্তু একমাসের বেশি পার হয়ে গিয়েছে  দূর্ভাগ্যবশত এখনও আদায় করা হয়ে উঠেনি। এটা কি মান্নত হিসেবে পরিগনিত হবে? এর জন্য কি কাফফারা আসবে?

1 Answer

0 votes
by (717,920 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জোহরের নামায জোহরের ওয়াক্তে শুরু করার পর শেষ করতে করতে আসরের নামাযের ওয়াক্ত শুরু হয়ে গেলে নামায হয়ে যাবে। কেননা আসরের ওয়াক্ত হারাম ওয়াক্ত নয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/471

ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
فَإِنْ صَلَّى أَرْبَعًا وَقَعَدَ فِي الثَّانِيَةِ قَدْرَ التَّشَهُّدِ أَجْزَأَتْهُ وَالْأُخْرَيَانِ نَافِلَةٌ وَيَصِيرُ مُسِيئًا لِتَأْخِيرِ السَّلَامِ وَإِنْ لَمْ يَقْعُدْ فِي الثَّانِيَةِ قَدْرَهَا بَطَلَتْ، كَذَا فِي الْهِدَايَةِ.
যদি মুসাফির চার রা'কাত নামায পড়ে নেয়, এবং প্রথম বৈঠকে তাশাহুদ পরিমাণ সময় বসে, তাহলে মুসাফিরের প্রথম দু'রাকাত নামায ফরয হিসেবে গণ্য হবে।এবং পরবর্তী দু'রাকাত নফল হিসেবে বিবেচিত হবে। হ্যা, সালাম দেড়ীতে ফিরানোর জন্য সে ব্যক্তি গোনাহগার হবে।আর যদি সে ব্যক্তি প্রথম বৈঠকে না বসে, তাহলে তার নামাযই হবে না।(হেদায়া)(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৯) (সালাম দেড়ীতে হওয়ার কারণে সাহ সিজদা দিতে হবে।)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সফরের হালতে দু রা'কাত নামাযের স্থলে চার রাকাত নামায পড়ে নিলে, নামায হয়ে যাবে।যদি সাহু সিজদা দেয়া না হয়, তাহলে উক্ত নামাযকে দোহড়িয়ে নেয়াই উত্তম বলে বিবেচিত হবে।

অনুমান করে নামাযকে দোহড়িয়ে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 93 views
+1 vote
1 answer 554 views
...